BTC News | বিটিসি নিউজ

আজ- মঙ্গলবার, ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ, ১৯শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, ১৩ই জমাদিউল আউয়াল, ১৪৪৭ হিজরি

আজ- ৪ঠা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

পাকিস্তানের ২৫ ঘাঁটি দখল ও ৫৮ সেনাকে হত্যার দাবি আফগানিস্তানের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: রাতভর সীমান্ত অভিযানে পাকিস্তানের ৫৮ জন সেনাকে হত্যা করা হয়েছে। রোববার (১২ অক্টোবর) আফগানিস্তান এই দাবি করেছে। বার্তাসংস্থা এপি’র প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

তালেবান সরকারের প্রধান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন, আফগান বাহিনী পাকিস্তানের ২৫টি ঘাঁটি দখল করেছে এবং ৫৮ সেনাকে হত্যা করেছে। এ ছাড়া অভিযানে আরও ৩০ জন পাকিস্তানি সেনা আহত হয়েছে।

কাবুলে এক সংবাদ সম্মেলনে মুজাহিদ বলেন, আফগানিস্তানের সকল সরকারি সীমান্ত এবং ‘কার্যত রেখার’ পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে এবং অবৈধ কার্যকলাপ অনেকাংশে প্রতিরোধ করা হয়েছে।

তবে সেনা হতাহত ও ঘাঁটি দখলের আফগানিস্তানের দাবি নিয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানায়নি পাকিস্তান।

তালেবানের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, আমাদের বাহিনী সীমান্ত সংলগ্নে প্রতিশোধমূলক এবং সফল অভিযান চালিয়েছে। যদি বিরোধী পক্ষ আবারও আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করে, তাহলে আমাদের সশস্ত্র বাহিনী দেশের সীমান্ত রক্ষার জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কঠোর জবাব দেবে।

এর আগে, পাকিস্তান গত বৃহস্পতিবার আফগান আকাশসীমা লঙ্ঘন করে, তাদের সীমান্তের ভেতরে একটি বাজারে বোমা হামলা চালিয়েছে বলে দাবি করে তালেবান সরকার। এর জেরেই হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তান।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি বলেছেন, আফগান হামলাগুলো ‘বিনা উস্কানিতে’ করা হয়েছে এবং বেসামরিক নাগরিকদের উপর গুলি চালানো হয়েছে।

নাকভি সতর্ক করেছেন যে, তার দেশের বাহিনী ‘প্রতিটি ইটের বিনিময়ে একটি পাথর’ দিয়ে পাল্টা জবাব দেবে।

তালেবানদের হামলার ‘তীব্র নিন্দা’ জানিয়ে নাকভি বলেন, বেসামরিক জনগোষ্ঠীর ওপর আফগান বাহিনীর গুলিবর্ষণ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এক পোস্টে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী নাকভি বলেছেন, আফগানিস্তান আগুন ও রক্তের খেলা খেলছে।

এর আগে পাকিস্তান দাবি করে, তারা আফগানিস্তানের ১৯ ঘাঁটি দখল এবং ৫০ তালেবানকে হত্যা করেছে। #

এইরকম আরও খবর

সর্বশেষ খবর

ব্রেকিং নিউজ
রাজশাহীতে জেনারেল হাসপাতালে হামলা; নগদ ২০ লাখ টাকা-স্বর্ণালংকার লুট (ভিডিও) মির্জা ফখরুলের সঙ্গে মিসরের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তুর্কি সংসদীয় প্রতিনিধি দলের সঙ্গে পররাষ্ট্র উপদেষ্টার সৌজন্য সাক্ষাৎ তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক শায়েস্তাগঞ্জে দুই বাসের সংঘর্ষে নিহত-৩, আহত-২০ গাংনীতে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত-১০ টেকনাফের গহীন পাহাড়ে নারী-শিশুসহ উদ্ধার-২৫ রাজনৈতিক নেতাকর্মীদের অবৈধ সুবিধা দিলে পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা : স্বরাষ্ট্র উপদেষ্টা সিংড়ায় ফুটবল খেলা দেখতে খেজুর গাছের মাথায় দর্শক জলজ জীববৈচিত্র্য রক্ষায় প্রচারণা, সিংড়ায় তিন লাখ টাকার চায়না জাল পুড়িয়ে দিল প্রশাসন