পাকিস্তানের সামরিক ঘাঁটিতে আত্মঘাতী হামলা, ২৩ সেনা নিহত

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তান সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক বাহিনীর একটি ঘাঁটিতে আত্মঘাতী বোমা হামলা চালিয়েছে সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি)। এতে কমপক্ষে ২৩ সেনা নিহত হয়েছেন।
দেশটির স্থানীয় সময় মঙ্গলবার (১২ ডিসেম্বর) ভোরে খাইবার পাখতুনখাওয়া প্রদেশের ডেরা ইসমাইল খান জেলার একটি ঘাঁটি লক্ষ্য করে হামলা চালালে এ ঘটনা ঘটে।
স্থানীয় সশস্ত্র গোষ্ঠী তেহরিক-ই-জিহাদ পাকিস্তান (টিজেপি) এ হামলার দায় স্বীকার করেছে।
পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া উইংয়ের বরাতে ফরাসি সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে,   বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে ডেরা ইসমাইল খান জেলার সামরিক ঘাঁটির প্রধান ফটকে ঢুকে বন্দুক হামলা চালায় জঙ্গিরা।
আত্মঘাতী এই হামলার শুরুতে প্রথমেই সামরিক ঘাঁটিতে ঢুকে এক অস্ত্রধারী গুলি ছুড়তে থাকে। তারপর সেখানে প্রবেশ করে অন্যরা। এই সময় ঘুমন্ত অবস্থাতেই অনেকে নিহত হয়েছেন।
ডেরা ইসমাইল খান শহরটি টিটিপির সাবেক শক্ত ঘাঁটি। টিজেপি দেশটির প্রধান সশস্ত্র নিষিদ্ধ গোষ্ঠী টিটিপির সঙ্গে যুক্ত বলে দাবি করেছে। মূলত টিটিপি বছরের পর বছর রাষ্ট্র এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে লক্ষ্য করে হামলা করে চলেছে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.