পাকিস্তানের মাটিতে সিরিজ জিতলো নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে নিউজিল্যান্ড। তাতে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে সফরকারিরা।
করাচিতে টস জিতে ব্যাট করতে নেমে ফকর জামানের সেঞ্চুরিতে পঞ্চাশ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৮০ রান করে পাকিস্তান। আর ১১ হাতে রেখেই ৮ উইকেটে লক্ষ্যে পৌঁছায় নিউজিল্যান্ড।
১২২ বলে ১০ চার ও এক ছয়ে ১০১ রান করেন ফকর। এছাড়া মোহাম্মদ রিজওয়ান ৭৭ ও আজহা সালমানের ব্যাট থেকে আসে ৪৫ রান।
বল হাতে কিউইদের টিম সাউদি তিনটি উইকেট নেন। দুটি উইকেট নেন লোকি ফার্গুসন।
জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১১ বল হাতে রেখে জয় তুলে নেয় নিউজিল্যান্ড। দলের হয়ে ডেভন কনওয়ে ৫২, কেন উইলিয়ামসন ৫৩ রান করেন।
মূলত গ্লেন ফিলিপসের ঝড়ো ইনিংসেই জয় তুলে নেয় কিউইরা। ৪২ বলে ৪ চার ও ৪ ছক্কায় ৬৩ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন কিউই এই ব্যাটার।
পাকিস্তানী বোলারদের মধ্যে মোহাম্মদ ওয়াসিম ও আগা সালমান দুটি করে উইকেট নেনন। এ ছাড়া ওসামা মীর ও মোহাম্মদ নওয়াজ নিয়েছেন একটি করে উইকেট।
ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন গ্লেন ফিলিপস। আর ম্যান অব দ্য সিরিজ হয়েছেন ডেভন কনওয়ে। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.