পাকিস্তানের বিপক্ষেও হার দিয়ে শুরু করল ওয়েস্ট ইন্ডিজ

বিটিসি স্পোর্টস ডেস্ক: অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের সব কয়টিতেই হেরেছিল ওয়েস্ট ইন্ডিজ। এবার পাকিস্তানের বিপক্ষেও তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করল হার দিয়ে। ফ্লোরিডার লডারহিলে ক্যারিবিয়ানরা হার দেখেছে ১৪ রানে। প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৮ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে ৭ উইকেটে ১৬৪ রান তুলতেই থামে ওয়েস্ট ইন্ডিজ।
পাকিস্তান লড়াই করার মতো পুঁজি পায় ওপেনার সাইম আইয়ুব ও তিনে নামা ফখর জামানের ব্যাটে। আরেক ওপেনার সাহিবজাদা ফারহান ব্যর্থ হলেও দ্বিতীয় উইকেটে ৮১ রান যোগ করেন ফখর ও সাইম। ফখর ২৪ বলে ২৮ রানের ধীরগতির ইনিংস খেললেও ৩৮ বলে ৫৭ রানের কার্যকরী ইনিংস খেলেন সাইম। আন্তর্জাতিক টি–টোয়েন্টি ক্যারিয়ারে এটি তার দ্বিতীয় ফিফটি।
শেষদিকে ক্যামিও ইনিংস খেলেন ফাহিম আশরাফ ও মোহাম্মদ হারিস। তাতে ১৭৮ রানের লড়াকু পুঁজি পায় পাকিস্তান। উইন্ডিজের হয়ে ৪ ওভারের কোটা পূর্ণ করে ৩০ রানের বিনিময়ে ৩ উইকেট নিয়ে সবচেয়ে সফল শামার জোসেফ।
বাংলাদেশ সফরে না থাকলেও উইন্ডিজ সফরে পাকিস্তান দলে ভিড়িয়েছে অভিজ্ঞ শাহিন আফ্রিদি ও হারিস রউফকে। শাহিন অভিজ্ঞতার দাম দিতে পারলেও রউফ তেমন ছাপ রাখতে পারেননি। ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন শাহিন। তবে ৪ ওভারে ৪১ রান দিয়ে উইকেটশূন্য থেকেছেন হারিস।
যদিও, মোহাম্মদ নওয়াজ ও সাইম আইয়ুবের বলে ১৬৪ রানেই থেমেছে ক্যারিবিয়ানরা। ৪ ওভারে মাত্র ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন নওয়াজ। এর মধ্যে এক ওভারেই তিনটি উইকেট। আর ২ ওভারে ২০ রান খরচ করলেও ২ উইকেট নিয়েছেন সাইম।
উইন্ডিজের হয়ে ওপেনিংয়ে চার্লস ও অ্যান্ড্রু ৭২ রান তুললেও খরচ করেছেন ৬৭ বল! মাঝের ব্যাটাররা ছিলেন চরম ব্যর্থ। অষ্টম উইকেটে জেসন হোল্ডার ও শামার জোসেফের ২৩ বলে অবিচ্ছিন্ন ৫৪ রানের জুটিতে কেবল ব্যবধানই কমে।
বলে-ব্যাটে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা হয়েছেন সাইম। বাংলাদেশ সময় আগামী রবিবার সকালে লডারহিলেই সিরিজের দ্বিতীয় টি–টোয়েন্টিতে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.