পাকিস্তানের অর্থনীতি শ্রীলঙ্কার চেয়েও খারাপ : ইমরান

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী এবং পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান বলেছেন, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়েছে।
তার মতে, জনগণের ম্যান্ডেট নিয়ে গঠিত একটি শক্তিশালী সরকারই কেবল দেশকে এই অর্থনৈতিক দুর্দশা থেকে বের করে আনতে পারে।
জিও নিউজ জানিয়েছে, লাহোরের জামান পার্কের বাসভবন থেকে ভিডিও লিঙ্কের মাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে রোববার এসব কথা বলেন সাবেক পাক প্রধানমন্ত্রী।
পিটিআই প্রধান বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনই দেশের বর্তমান অর্থনৈতিক ও রাজনৈতিক অস্থিতিশীলতার একমাত্র সমাধান।
বিখ্যাত অর্থনীতি বিষয়ক মার্কিন সাময়িকী ব্লুমবার্গের সাম্প্রতিক প্রতিবেদনের উল্লেখ করে ইমরান খান বলেন, প্রকাশনাটি তুলে ধরেছে যে, পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা শ্রীলঙ্কার চেয়েও খারাপ হয়েছে।
ম্যাগাজিনটিকে উদ্ধৃত করে তিনি আরও বলেন, ‘আজ (বর্তমানে) শ্রীলঙ্কার তুলনায় পাকিস্তানে মুদ্রাস্ফীতির হার বেশি।’
সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) কামার জাভেদ বাজওয়া এসবের জন্য দায়ী উল্লেখ করে পিটিআই প্রধান বলেন, তিনি (বাজওয়া) দেশের উপর সমস্ত দুর্নীতিবাজ লোকদের চাপিয়ে দিয়েছেন, যাদের পাকিস্তানে কোনো অংশীদারিত্ব ছিল না।
প্রসঙ্গত, গত বছরের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতা হারান ইমরান খান। তার পর থেকেই জেনারেল বাজওয়াকে তুলোধুনো করে আসেছেন ক্রিকেটার থেকে রাজনীতিক বনে যাওয়া খান।
এর আগে তিনি অভিযোগ করেন যে, পাকিস্তানের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক সংকটের জন্য দায়ী জেনারেল বাজওয়া। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.