পাকিস্তানি বধূ সানিয়া মির্জাকে তার পদ থেকে বহিষ্কারের দাবি বিজেপি এমপি’র

বিটিসি স্পোর্টস ডেস্করাজ্যের বিজেপি দলীয় এমপি রাজ সিং এক ভিডিও বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী কালভাকুন্তলা চন্দ্রশেখর রাও এর কাছে দাবি জানান পাকিস্তানি বধূ হওয়ায় ভারতের টেনিস তারকা সানিয়া মির্জাকে তেলেঙ্গানা রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডারের পদ থেকে বহিষ্কার করতে হবে।

রাজ সিং তার বার্তায় বলেন, গত বৃহস্পতিবার ১৪ ফেব্রুয়ারি পাকিস্তানি জঙ্গিদের সন্ত্রাসী হামলায় কাশ্মীরে ৪০ জন ভারতীয় জোওয়ান নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক থাকতে পারে না। আর সানিয়া মির্জা সেই দেশের বধূ হওয়ায় তাকে এই রাজ্যের ব্র্যান্ড অ্যাম্বাসিডার পদেও রাখা যাবে না।পাকিস্তানি ক্রিকেট তারকা শোয়েব মালিকের সাঙ্গে ২০১০ সালে বিয়ে হয় সানিয়া মির্জার। ২০১৮ সালের অক্টোবরে এই দম্পতির ঘরে এক ছেলে সন্তানের জন্ম হয়।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.