পাকিস্তান’র বিপক্ষে বাংলাদেশ’র সম্ভাব্য একাদশ

বিটিসি স্পোর্টস ডেস্ক: পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ দল ঘোষণা হয়েছে মাঠে ম্যাচ গড়াবার মাত্র তিন দিন আগে।
১৬ সদস্যের সেই দলে নেই বিশ্বকাপে ব্যর্থ লিটন দাস ও সৌম্য সরকার। বিশ্রাম দেওয়া হয়েছে জানিয়ে অভিজ্ঞ মুশফিকুর রহিমকেও। চোটের কারণে নেই অলরাউন্ডার সাকিব আল হাসানও। একমাত্র নির্ভরযোগ্য ওপেনার তামিম ইকবাল এই সিরিজেও অনুপস্থিত।
যে সুযোগে দলে বিশ্বকাপ জয়ী যুবদলের কয়েকজন সুযোগ পেয়েছেন। এদের মধ্যে দু-একজনকে কাল মাঠে দেখাও যেতে পারে।
আগামীকাল শুক্রবার (১৯ নভেম্বর) দুপুর ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রথম টি-টোয়েন্টি। ঘণ্টা হিসেবে একদিনও বাকি নেই। এখনও একাদশ ঘোষণা করেনি বিসিবি।
দের বিপক্ষে কেমন হবে একাদশ- এ প্রশ্নটাই এখন সবচেয়ে বেশি কৌতূহলের।
বিসিবি সূত্র জানিয়েছে, ৭ ব্যাটার ও ৪ বোলার নিয়ে একাদশ তৈরি হওয়ার সম্ভাবনা প্রবল। ব্যাটারদের মধ্যে নিশ্চিতভাবেই একাদশে থাকছেন নাজমুল হাসান শান্ত। সাকিব আল হাসানের অনুপস্থিতিতে ব্যাট হাতে তিনে দেখা যেতে পারে শান্তকে। বিশ্বকাপে ২ ফিফটি হাঁকানো ওপেনার নাঈম শেখের সঙ্গী হতে পারেন সাইফ হাসান।
বিশ্বকাপে বাজে পারফরম্যান্সের পরও আফিফ হাসান ধ্রুবকে খেলানো হতে পারে। তবে বাদ পড়তে পারেন শামীম হোসেন পাটওয়ারী।
উইকেটের পেছনে প্রহরী হিসেবে নুরুল হাসান সোহানের বিকল্প নেই এই সিরিজে। নতুনদের মধ্যে ইয়াসির আলী রাব্বিকেই বেশি পছন্দ এবার নির্বাচকদের।
মিরপুরের স্পিনবান্ধব উইকেটে নাসুম আহমেদ বেশ কার্যকরী। তাছাড়া পাকিস্তানের টপঅর্ডারের সব ব্যাটার ডানহাতি হওয়ায় বাঁহাতি স্পিনার নাসুমেই আগ্রহী হবেন নির্বাচকরা। এছাড়া মিরপুরে প্রয়োজনীয় সময়ে ব্রেক থ্রু এনে দেয়া শেখ মেহেদী হাসানকেও দেখা যেতে পারে। ৫ম বোলার হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ব্যাটিংটা পারেন তিনি।
বাংলাদেশ দলের সম্ভাব্য একাদশ: মাহমুদউল্লাহ (অধিনায়ক), মোহাম্মদ নাঈম শেখ, সাইফ হাসান/শেখ মেহেদী হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেকিপার), ইয়াসির আলী রাব্বি, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, তাসকিন আহমেদ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.