পাকিস্তানকে ৯০০ কোটি ডলার দেওয়ার ঘোষণা চীনের

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের অর্থনৈতিক মন্দা কাটিয়ে উঠতে দেশটিকে ৯০০ কোটি ডলার অর্থ সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। সোমবার এ সহায়তার ঘোষণা দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের গত সপ্তাহের চীন সফরের সময়ই এ ব্যাপারে ইঙ্গিত পাওয়া গিয়েছিল।
আর্থিক সংকটে ধ্বংস পাকিস্তানের জন্য ৯০০ কোটি ডলার সাহায্যের ঘোষণা করে তিনি জানালেন, পাকিস্তানকে আর্থিক সংকট থেকে মুক্ত করতে চীন সর্বাত্মকভাবে সাহায্য করবে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাও লিজিয়ন সোমবার এক বিবৃতিতে বলেন, পাকিস্তান আমাদের পুরনো বন্ধু। তাদের আর্থিক পরিস্থিতি স্থিতিশীল করতে আমরা সম্ভাব্য সমস্ত চেষ্টা করব।
পাকিস্তানের রাজনীতিতে সাম্প্রতিক অস্থিরতা এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর গুলি চালানোর ঘটনা নিয়ে কোনো মন্তব্য না করে ঝাও বলেন, আমরা তার (ইমরান) দ্রুত আরোগ্য কামনা করি। (সূত্র: ইন্ডিয়া টুডে)। #

 

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.