পাকিস্তানকে মাঝারি লক্ষ্য দিল আফগানিস্তান

বিটিসি স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে চরম হতাশা দেখেন আফগানিস্তানের টপ অর্ডাররা। স্কোরবোর্ডে ১৯ রান তুলতে আফগানরা হারিয়ে ফেলে ৩ উইকেট। সেখান থেকে লড়াই করে দলকে উদ্ধার করেন মোহাম্মদ নবি। তাঁর হাফসেঞ্চুরিতে ভর করে পাকিস্তানকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিতে পেরেছে আফগানিস্তান।
আজ বুধবার বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৫৪ রান করেছে আফগানিস্তান। এর আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে হারিয়েছিল আফগানরা। এবার দ্বিতীয় জয়ের মিশনে নেমেছে পাকিস্তানের বিরুদ্ধে।
পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে সর্বোচ্চ ৫১ রান করেছেন মোহাম্মদ নবি। মাত্র ১৭ বলে তাঁর ইনিংসটি সাজানো ছিল ৫ বাউন্ডারি আর এক ছক্কায়। এ ছাড়া ৩৫ রানের ইনিংস খেলেন জাদরান। শেষ দিকে নেমে ২০ বলে ৩২ রানের কার্যকারী ইনিংস উপহার দেন উসমান গনি।
পাকিস্তানের হয়ে মাত্র ২৯ রান খরজায় দুটি উইকেট নিয়েছেন শাহীন শাহ আফ্রিদি। সমান দুটি নিতে হারিস রউফ দিয়েছেন ৩৪ রান। সমান একটি করে নিয়েছেন শাদাব খান ও মোহাম্মদ নেওয়াজ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.