পাকশী-ভেড়ামাড়া ৪নং নৌকা ঘাটে ব্যাপক চাঁদাবাজি চলছে ! , চাঁদাবাজির কারনে মাঝিরা নৌকা চলাচল বন্ধ রেখেছে পর্ব–১


ক্রাইম (পাবনা) রিপোর্টাার: অভিযোগ থেকে জানা যায়, প্রায় অর্ধশত বছর থেকে এই ঘাট পরিচালনা হয়ে আসছে। নৌকার মাঝি মো. আমির হোসেন বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তারা বাপ দাদার আমল থেকেই এই ঘাটে নৌকা বাইয়ে আসছে। কোন দিন এভাবে চাঁদা দিতে হয়নি।

তিনি আরো বলেন ২৫ পয়সা করে এই ঘাটে মানুষ পারাপার করেছে তারা। এখন মানুষ প্রতি ৩০ টাকা করে নদী পারাপার করে। যখন কিনা পাকশীতে বিনা পয়সায় পাইলট ট্রেন চলাচল করতো তখন যাত্রী সংখ্যা বেশী হতো।
এদিকে পাকশী-ভেড়ামাড়া ৪ নং নৌকা ঘাটের আনুমানিক ৩ কিলোমিটার দুরে রয়েছে পাকশী হার্ডিঞ্জব্রিজ তার কোল ঘেঁষে সেখানে আরো একটি লালন শাহ সেতু হওয়াতে এই নৌকা ঘাটে লোক পারাপার একেবাড়েই কম হয়ে গেছে।

মাঝি মহির উদ্দিন ও কামরুল বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, তারা এই ঘাটে ৯ জন মাঝি রয়েছে। প্রতি ১ঘন্টা পর পর এই নৌকা সিরিয়াল দিয়ে ঘাটে লোক পারাপার করে।

আগের তুলনায় এখন তেমন কোন লোক পারাপার হয় না। শুধু বাব দাদার ঐতিয্য ধরে রেখেছে।

এতে করে যে টাকা আয় হয় তাই দিয়েই স;সার চালাই। তার উপর ফাড়ার গাও । (চলবে)

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর ক্রাইম (পাবনারিপোর্টার মো: ময়নুল ইসলাম লাহিড়ী মিন্টু। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.