পাওনা টাকার দাবীতে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে আখ চাষীদের মানববন্ধন

লালপুর (নাটোর) প্রতিনিধি: আখচাষী ও শ্রমিক- কর্মচারীদের বকেয়া টাকা পরিশোধ করা সহ আখ মাড়াই,আখের ন্যায্য মূল্য ও চিনিকল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের দাবীতে মানববন্ধন করেছে উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতি।

আজ বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকালে গোপালপুর- আব্দুলপুর সড়কের নর্থ বেঙ্গল সুগার মিলের ২ নং গেটের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
উত্তর বঙ্গ চিনিকল আখচাষী সমিতির সভাপতি অধ্যক্ষ ইব্রাহীম খলিল এর সভাপতিত্বে  ও সহ সাধারণ সম্পাদক আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত মানব বন্ধনে বক্তব্য রাখেন সিনয়র সহসভাপতি মতিউর রহমান, হাফিজুর রহমান,সাধারণ সম্পাদক অধ্যাপক বাবু সকুমাে সরকার, অর্থ সম্পাদক মাষ্টার হাফিজুর রহমান, আখচাষী নেতা মাষ্টার কার্তিক চন্দ্র প্রাং, আব্দুল করিম প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা অনতিবিলম্বে আখ চাষীদের পাওনা টাকা পরিশোধের জন্য নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষের কাছে জোর দাবী জানান।
এছাড়া আখের ন্যায্য মূল্য ও মিল বি-রাষ্ট্রীয় করণ বন্ধের জন্য সরকারের কাছে দাবী জানানো হয়। মানব বন্ধন শেষে ৬ দফা দাবী নামা মিলের ব্যবস্থাপনা পরিচালক এর নিকট হস্তান্তর করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর লালপুর (নাটোরপ্রতিনিধি নাহিদ হাসান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.