পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে যুগ সাগ্নিকের পূর্ব মেদিনীপুরের ট্যাবলয়েড প্রকাশ

 

বিশেষ (ভারত) প্রতিনিধি: যুগ সাগ্নিক পত্রিকা পরিবারের, জেলায় জেলায় ট্যাবলয়েড প্রকাশ ও কবিতা উৎসবের কর্মসূচিতে আরও একটি জেলা যুক্ত হলো।
গত রবিবার (২৬ জুন) পূর্ব মেদিনীপুর জেলার পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে এক বিশাল সমারোহের মধ্য দিয়ে প্রকাশিত হলো পূর্ব মেদিনীপুর জেলার মুখপত্র ও শিশুকিশোরদের একান্ত নিজস্ব পত্রিকা “ভোরের আকাশ”
উপস্থিত সবাইকে স্বাগত জানান যুগ সাগ্নিক পত্রিকা পরিবারের সাধারণ সম্পাদক প্রদীপ গুপ্ত।
উপস্থিত ছিলেন, কাঁথির মাননীয় মহকুমাশাসক আদিত্যবিক্রম মোহন হিরানী, অন্ত্যোদয় অনাথ আশ্রমের প্রতিষ্ঠাতা বলরাম করণ, বিশিষ্ট কবি সাহিত্যক শ্রী অজিতেশ নাগ, বিশিষ্ট কবি ও সাংবাদিক অংশুমান চক্রবর্তী, যুগ সাগ্নিকের অন্যতম সম্পাদক মমতা ভৌমিক, সঙ্গীতকার ও সুরকার নবকুমার, কবি প্রদীপ্ত সামন্ত, মাননীয় ডি আই জি, কারা আসীম সাহা, যুগ সাগ্নিকের পূর্ব মেদিনীপুর জেলার তিনজন সম্পাদক। যথাক্রমে গল্পকার ইলা হাইত দে, কবি আকাশ নীল ও কবি সোনামনি খাঁড়া এবং আরও অনেক বিশিষ্ট গুণীজন।
আশ্রমিক শিশুরা সমবেত সংগীত ও সমবেত আবৃত্তি পরিবেশন করে।
পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত থেকে পঁয়ত্রিশ জন কবি এই অনুষ্ঠানে যোগদান করেন।
পরিবেশিত হয় সুকুমার রায়ের শিশুনাটক — হ, য, ব, র, ল। ও অফিসের স্টাফদের অংশগ্রহণে মনোজ মিত্রের নাট্যরূপে দমফাটা হাসির নাটক “চোখে আঙুল দাদা”
দুটি নাটকেরই পরিচালক ছিলেন প্রদীপ গুপ্ত মহাশয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুই শতাধিক মানুষ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর বিশেষ (ভারত) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। # 

Comments are closed, but trackbacks and pingbacks are open.