পশ্চিম তীরে আরও ১৩’শ বাড়ি নির্মাণ করবে ইসরায়েল

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: অধিকৃত পশ্চিম তীরে ইহুদি বসতি স্থাপনকারীদের জন্য ১৩ শতাধিক নতুন আবাস নির্মাণের পরিকল্পনা করছে ইসরায়েল। দেশটির নির্মাণ মন্ত্রণালয়ের বরাত দিয়ে গতকাল রবিবার (২৪ অক্টোবর) বার্তা সংস্থা এএফপি এ কথা জানায়।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, জুডিয়া ও সামারিয়ায় ১,৩৫৫টি বাড়ি নির্মাণের দরপত্র প্রকাশিত হয়েছে। দখলকৃত পশ্চিম তীরের ৭ টি এলাকায় এসব ভবন নির্মাণ করা হবে।
মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী জিভ এলকিন বিবৃতিতে বলেছেন, ‘পশ্চিম তীর এলাকায় ইহুদিদের বসতি বাড়ানোর জন্যই এই প্রকল্প নেওয়া হয়েছে। ইসরায়েলকে একটি সত্যিকার ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য এই প্রকল্প এখন খুবই জরুরি।’
ইসরায়েলের সরকারের এই প্রকল্পকে ‘অবৈধ’ হিসেবে উল্লেখ করেছেন জাতিসংঘের মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়া বিষয়ক দূত টর ওয়েনেসল্যান্ড। তিনি বলেন, ‘পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেম এলাকায় ইহুদি জনসংখ্যা বাড়ানোর জন্য ইসরায়েল প্রতিনিয়ত বিভিন্ন পদ্ধতি অনুসরণ করে আসছে। সেসবের মধ্যে সাম্প্রতিকতম পদক্ষেপ এই আবাসিক প্রকল্প।’ #

Comments are closed, but trackbacks and pingbacks are open.