পশ্চিমাদের ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় বিরুদ্ধে ইউক্রেনের হামলা : যুক্তরাজ্য

বিটিসি আন্তর্জাতিক ডেস্কপশ্চিমা দেশগুলোর সরবরাহকৃত জাহাজ-বিধ্বংসী হারপুন ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার বাহিনীর ওপর সফল হামলা চালিয়েছে ইউক্রেনের বাহিনী। গত সপ্তাহে এই হামলা চালানো হয়েছে বলে ইউক্রেন দাবি করেছে। ব্রিটিশ সামরিক গোয়েন্দা এই তথ্য জানিয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুন) আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক টুইটার আপডেটে জানায়, হামলার লক্ষ্যবস্তু প্রায় নিশ্চিতভাবে রাশিয়ার নৌবাহিনীর ভাসিলি বেখ টাগবোট। এতে করে কৃষ্ণ সাগরের স্নেক আইল্যান্ডে সেনা ও অস্ত্র সরবরাহ করা হচ্ছিল।
সাম্প্রতিক সময়ে ডনবাসে ইউক্রেন ও রাশিয়ার সেনাবাহিনীর মধ্যে তুমুল লড়াই চলছে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ১১৭ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.