পশ্চিমাদের অস্ত্র ‘দ্রুত সময়ে আসছে না’

বিটিসি আন্তর্জাতিক ডেস্কইউক্রেনের প্রতিরক্ষামন্ত্রীর একজন পরামর্শক বলেছেন, জরুরিভিত্তিতে পশ্চিমাদের কাছ থেকে ইউক্রেনের আরও অস্ত্রের প্রয়োজন।
গণমাধ্যম বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পরামর্শক ইউরি সাক বলেছেন, যদিও পশ্চিমারা এখন পর্যন্ত ইউক্রেনকে যেসব অস্ত্র দিয়েছে তারা তার জন্য কৃতজ্ঞ। কিন্তু বর্তমানে যে দ্রুত গতিতে অস্ত্র আসার কথা রয়েছে সেভাবে অস্ত্র আসছে না। 
তিনি বলেন, আমরা কিছুটা চিন্তিত। ইউরোপ এবং আমরা যে কি পরিমাণ হুমকির মধ্যে আছি সেটি বোঝার মধ্যে ঘাটতি আছে।
উত্তর দোনবাস যেখানে এখন সবচেয়ে বেশি যুদ্ধ হচ্ছে। তিনি বলেছেন, সেখানে যা করার সম্ভব ইউক্রেনীয় সেনারা তা করছে। কিন্তু তারা যদি পর্যাপ্ত অস্ত্র এখন পেত, তাহলে রুশ হামলা প্রতিহত করে তারা শহরটি স্বাধীন করতে পারতেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এ পরামর্শক স্বীকার করেছেন, রাশিয়া এখন অস্ত্রের দিক দিয়ে ইউক্রেনের চেয়ে অনেক এগিয়ে আছে।
তিনি বলেন, গড়ে তারা (রুশ বাহিনী) একদিনে ৫০ হাজার রাউন্ড গুলি ছোড়ে। বর্তমানে এটি হলো মর্টার শেল, বিমান বোমা হামলা এবং মিসাইল হামলার একটি বেড়াজাল।
তিনি আরও জানান, বর্তমানে ইউক্রেনে কোনো শহর নেই যেটি নিরাপদ আছে। (সূত্র: বিবিসি)। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.