পশ্চিমবঙ্গে শুরু হলো হাম রুবেলার টিকাকরণ

 


কলকাতা (ভারত) প্রতিনিধি: পশ্চিমবঙ্গে গতকাল থেকে শুরু হলো ৯ মাস থেকে শুরু করে ১৫ বছর বয়সী ছাত্র ছাত্রীদের হাম রুবেলার টিকাকরণ। গতকাল ও আজ মিলিয়ে টিকাকরণের নির্দিষ্ট লক্ষ মাত্রা পূরণ হতেই খুশি রাজ্যের স্বাস্থ্য দফতর।
আগামী ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত চলবে টিকাকরণ।
রাজ্যের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুল গুলোতে সম্পূর্ণ বিনামূল্যে এই টিকাকরণ চলছে। সাম্প্রতিক কালে করোনা সহ বিভিন্ন ভাইরাস ঘটিত রোগে বেসামাল রাজ্যবাসী।
সরকার তাই আগাম সতর্কতার সাথেই টিকাকরণের কাজ শেষ করতে চাইছে।
ভারতে বর্তমানে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণে হলেও কোনও রকমের ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।
হাম রুবেলার পাশাপাশি চলছে করোনার বুস্টার ডোজের প্রয়োগ। সরকারের তরফ থেকে দেশবাসীর কাছে অনুরোধ করা হয়েছে সবাই যাতে করোনার বুস্টার ডোজ নিয়ে নেয়।
চীন সহ বেশ কয়েকটি দেশে করোনার নতুন সংস্করণে আক্রান্ত।
আমাদের দেশ যাতে এই নতুন ভ্যারিয়ান্ট ছড়িয়ে না পড়ে তার জন্য জরুরি পদক্ষেপ ইতিমধ্যেই করা হয়েছে।
বিশেষজ্ঞরা বলছেন করোনার নতুন এই ভ্যারিয়ান্ট আগামী এক-দু মাসের মধ্যে দাপট দেখাতে পারে ।বিশেষত যে সব দেশ এখনও টিকাকরণের লক্ষ্য মাত্রাতে পৌঁছতে পারে নি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ (বাংলাদেশ) এর কলকাতা (ভারত) প্রতিনিধি স্বপন দেব। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.