পশ্চিমবঙ্গে ধর্মঘট: ভাংচুর-সংঘর্ষ, গ্রেপ্তার শতাধিক

বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: কলকাতার আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনার জেরে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিজেপির ডাকে চলছে ১২ ঘণ্টার ধর্মঘট। এরইমধ্যে বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর, সংঘর্ষ ও রাস্তা অবরোধের খবর মিলেছে।
স্থানীয় সময় বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলবে এই কর্মসূচি।
সকালে উত্তর কলকাতার রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে বিজেপি কর্মীরা। সোনারপুরে ট্রেন অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে হাতাহাতি হয়।
বারাসাতে গাড়ী ভাংচুর করে বিজেপি কর্মীরা। মালদায় তৃণমূল ও বিজেপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
সকাল ১০টা পর্যন্ত গ্রেফতার করা হয়েছে শতাধিক। তাঁদের মধ্যে দু’জন বিজেপি বিধায়কও রয়েছেন।
আরজি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে মঙ্গলবার পশ্চিমবঙ্গ ছাত্রসমাজের ডাকা নবান্ন অভিযান কর্মসূচি পুলিশী বাধায় পন্ড হয়। এ ঘটনায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ও পুলিশ কমিশনার ভি কে গোয়েলের পদত্যাগের দাবিতে ধর্মঘটের ডাক দেয় রাজ্য বিজেপি। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.