পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় তিন রেলকর্মী নিহত

(পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় তিন রেলকর্মী নিহত–ছবি: সংগৃহীত)
বিটিসি আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ট্রেনের ধাক্কায় তিন রেলকর্মী নিহত হয়েছেন। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টাইমস জানায়, এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন। আজ শনিবার (০৩ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ফলুকনামা এক্সপ্রেস নামে একটি ট্রেন আজ শনিবার সকালে কলকাতার হাওড়া স্টেশন থেকে হায়দ্রাবাদের সেকেন্দরাবাদ স্টেশনের উদ্দেশে রওয়ানা হয়। সকাল ১০টার দিকে খড়গপুরের আগে ডুয়া ও বালিচক স্টেশনের মধ্যে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাপি নায়েক, নৃপেন পাল ও মানিক মণ্ডল। আহত রেলকর্মীর নাম কিষণ দেশড়া।

ইন্ডিয়া টাইমস জানায়, হতাহতের শিকার কর্মীরা রেললাইনে কাজ করছিলেন। দ্রুতগতির এই ট্রেনটি সেখানে কর্মরত ৪ রেলকর্মীকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় ৩ জন। বাকি একজনের অবস্থা আশঙ্কাজনক। তাকে উদ্ধার করে খড়গপুর রেল হাসপতালে নিয়ে ভর্তি করা হয়েছে।

এদিকে এমন দুঘটনায় তদন্তের নির্দেশ দেওয়া দিয়েছে রেল কর্তৃপক্ষ। কার গাফিলতিতে এই দুর্ঘটনা ঘটেছে, সেটাও তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.