পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে লড়াইয়ে পাশে চান প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী 

কলকাতা প্রতিনিধি: গত ১৩ জানুয়ারী দিল্লিতে বিরোধী দলগুলি সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ), জাতীয় নাগরিক পঞ্জি (এনআরসি) এবং জাতীয় জনসংখ্যা পঞ্জি (এনপিআর)-এর বিরুদ্ধে আন্দোলনের উদ্দ্যেশ্যে বৈঠক ডেকেছিল কংগ্রেস।
এই প্রসঙ্গে গতকাল শনিবার (১৮ জানুয়ারী) কলকাতায় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, ” সনিয়া গাঁধীর ডাকে দিল্লির বৈঠকে ২০টি দল এসেছিল। পরে আবার বৈঠক হতে পারে। যারা আসেননি, তাঁরা এখন আসতে পারেন।’’
 
‘‘রামচন্দ্র গুহ, অরুন্ধতী রায়, হর্ষ মান্দার বা যে কেউ— প্রধানমন্ত্রী ওঁর পছন্দমতো সিএএ এবং এনপিআরের পাঁচ জন সমালোচকের সঙ্গে আলোচনায় বসুন। সেটা মানুষ টিভিতে দেখুক। মানুষ বুঝে নেবে।’’  প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন এই সভায় ৷
পি চিদম্বরম তাঁর বক্তব্যে বলেন ‘‘বাংলা-সহ কয়েকটি রাজ্যে দলগুলির বিশেষ বাধ্যবাধকতা আছে। কিন্তু বৃহত্তর ছবিটা উপেক্ষা করা যাবে না। সংবিধান বাঁচানোর এই লড়াইয়ে ধীরে ধীরে সব বিরোধী দলকে এক মঞ্চে আসতেই হবে।” এই প্রসঙ্গে প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন গত ১৩ জানুয়ারী জাতীয় কংগ্রেসের সভানেত্রী সনিয়া গাঁধীর ডাকা বৈঠকে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যোগ দেননি এবং সেই প্রসঙ্গে তিনি সংযোজন করেন ‘‘আবার ওই ধরনের বৈঠক হলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিশ্চয় আমন্ত্রণ যাবে।’’
রাজ্য রাজনীতিতে তৃণমূল এবং কংগ্রেস পরস্পরের বিরোধী। তাই তৃণমূলের উদ্দ্যেশ্যে তিনি ইঙ্গিত করে বলেছেন সংবিধান বাঁচানোর এই লড়াইয়ে ধীরে ধীরে সব বিরোধী দলকে এক মঞ্চে আসতেই হবে ৷ অন্যদিন দিয়ে দেখলে এটা স্পষ্ট এনপিআর এবং সিএএ বিরুদ্ধে আন্দোলনে মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়কে সাথে চান প্রাক্তন পি চিদম্বরম ৷
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ (কলকাতা) প্রতিনিধি রাজশ্রী বন্দ্যোপাধ্যায়। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.