পল্লী উন্নয়ন একাডেমীর বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি:  পল্লী উন্নয়ন একাডেমী-আরডিএ’র ২ দিনব্যাপি ২৯তম বার্ষিক পরিকল্পনা সম্মেলন শুরু হয়েছে।
আজ বুধবার (১১ই সেপ্টেম্বর) সকালে আরডিএ’র কনফারেন্স রুমে এর উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য। সম্মেলনে আরডিএ’র বিগত বছরের সম্পাদিত গবেষণা কার্যক্রমের পর্যালোচনাসহ ২০১৯-২০ইং  অর্থবছরের সার্বিক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে।
আরডিএ’র মহাপরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনের উদ্বোধনী দিনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য হাবিবর রহমান, সমবায় বিভাগের সচিব কামাল উদ্দিন তালুকদার, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. লুৎফর হাসান ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহ।
আগামীকাল বৃহস্পতিবার বিকেলে ২ দিনের সম্মেলনের সমাপ্তি ঘোষণা করা হবে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর শেরপুর (বগুড়া) প্রতিনিধি সনাতন সরকার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.