পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রাস্তা মেইন্টেনেন্স পরিদর্শন করেন সংসদ সদস্য আয়েন উদ্দিন

 

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন ,৪ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে পবার দুটি পাকা রাস্তার মেইন্টেনেন্স কাজ পরিদর্শন করেছেন গতকাল বুধবার ।

পাকা রাস্তা ২টি মেইন্টেনেন্স পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায়  করা হচ্ছে।  বায়া থেকে কাশিমবাজার হয়ে বাগধানি পর্যন্ত সাড়ে ৬ কিলোমিটার রাস্তায় ব্যয় হচ্ছে ২ কোটি ৬০ লাখ টাকা এবং বাগধানি থেকে দর্শনপাড়া মড়মড়িয়া পর্যন্ত ৮ দশমিক ৬০ কিলোমিটার রাস্তায় ব্যয় হচ্ছে ১ কোটি ৬০ লাখ টাকা।

পবা উপজেলা এলজিইডি’র বাস্তবায়নে নির্মিত রাস্তা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য আয়েন উদ্দিন এলজিইডি ঢাকার পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী রেজাউল হক, পবা উপজেলা সহকারি প্রকৌশলী আনোয়ার হোসেন, উপসহকারি প্রকৌশলী তাজেমুল ইসলাম ,নওহাটা পৌর আওয়ামী লীগ সভাপতি আব্দুল বারী খান, নওহাটা ‌‌‌যুবলীগ সভাপতি হাফিজুর রহমান, সাধারণ সম্পাদক আজিজুল হক, জেলা যুবলীগ যুগ্ম সাধারণ সম্পাদক দিদার হোসেন ভুলু, আওয়ামী লীগ নেতা শেখ ফরিদ, পবা উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক রেজোয়ানুল করিম, কাটাখালি পৌর ছাত্রলীগ সভাপতি সজল, সাধারণ সম্পাদক সোহাগ সহ আরো অনেকে।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.