পলিথিনের বিরূদ্ধে আন্দোলন ঘোষণা মেয়র বুলবুলের

বিটিসি নিউজ ডট কম ডট বিডি

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল পলিথিনমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করে বলেছেন, উন্নত ড্রেনেজ ব্যবস্থাপনার ফলে রাজশাহীতে মহানগরীতে বর্ষা মৌসুমে তেমন জলাবদ্ধতা সৃষ্ট হয়নি। তবে এ কাজে বিঘœ সৃষ্ট করে পলিথিন। আমাদের এ বিষয়ে সচেতন হতে হবে। পলিথিনের বিরূদ্ধে আন্দোলন ঘোষণা করেন তিনি। রোববার দুপুরে নগরভবন এ্যানেক্স সভাকক্ষে রাজশাহী সিটি কর্পোরেশন ও প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের যৌথ আয়োজনে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে মেয়র এ কথা বলেন।
মেয়র বলেন, রাজশাহী দেশের অন্যান্য নগরীর তুলনায় ইতোমধ্যে পরিচ্ছন্ন নগরীরূপে স্বীকৃতি লাভ করেছে। বায়ুদূষণ রোধে দেশের সেরা নগরীর স্বীকৃতি। বৃক্ষরোপণে প্রধানমন্ত্রীর ১ম স্থান অর্জন, জন্ম নিবন্ধন, ইপিআইসহ স্বাস্থ্য সেবায় ইতোমধ্যে ১ম স্থান অর্জনের স্বীকৃতি লাভ করেছে। আমাদের এ অর্জন ধরে রাখতে চায়। জলবায়ু পরিবর্তন ও দ্রুত নগরায়ণের ফলে এ নগরীতে বাড়তি জনগোষ্ঠির চাপ সৃস্টি হচ্ছে। আগামী ২০৫০ সালের মহাপরিকল্পনা নিয়ে এ নগরীতে আমাদের কাজ করতে হবে। বর্জ্য ব্যবস্থাপনায় জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চলতি মাসে নগরীর প্রতিটি ওয়ার্ডে বাসাবাড়িতে তিন রঙের ডাস্টবিন প্রদান করা হবে।
তিনি বলেন, স্বাস্থ্য ঝূকি কমাতে আগামীতে সঠিক পদ্ধতিতে সকল মেডিক্যাল বর্জ্য অপসারণ করতে এ বিষয়ে রাসিকের পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের প্রশিক্ষণ প্রদান করা হবে। সেমিনারে প্রিজম বাংলাদেশের প্রোগ্রাম কো-অর্ডিনেটর মাজহারুল ইসলাম ঢাকা সিটি কর্পোরেশনের মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনার প্রেজেন্টেশন উপস্থাপন করেন।
রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পরিচালক (স্বাস্থ্য) রাজশাহী বিভাগীয় পরিচালক ডাঃ আনিসুর রহমান, পরিবেশ অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক মামুনুর রশীদ, বারিন্দ মেডিক্যাল কলেজের উপ-পরিচালক গোলাম মুর্ত্তুজা, রাজশাহী মহানগর ক্লিনিক মালিক সমিতির সভাপতি ডাঃ এসএমএ মান্নান, রাসিকের বর্জ্য ব্যবস্থাপনা স্থায়ী কমিটির সভাপতি রবিউল আলম মিলু, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক খন্দকার আনিসুর রহমান।
সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন রাসিকের প্রধান প্রকৌশলী আশরাফুল হক। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফএএম আঞ্জুমান আরা বেগম। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.