পলাশবাড়ী পৌরসভার আয়োজনে মশন নিধন সপ্তাহ পালন

গাইবান্ধা প্রতিনিধিঃ “নিজ আঙ্গিনা পরিস্কার রাখি, সবাই মিলে সুখে’ থাকি” প্রতিপাদ্যকে সামনে রেখে ২৯ জুলাই আজ সোমবার সকাল ১১ টায় নবগঠিত পলাশবাড়ী পৌরসভার আয়োজনে মশক নিধন ও পরি”ছন্নতা সপ্তাহ উপলক্ষে র‌্যালী ও আলোচনা অনুষ্ঠিত হয়।
পলাশবাড়ী পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সাবেক এমপি তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবু বকর প্রধান, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, উপজেলা পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম প্রমূখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.