পলাশবাড়ী থানা পুলিশ হত্যাকারীর পক্ষ নিয়ে নির্মাণ কাজ বন্ধ করে দিলেন 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে চাঞ্চল্যকর শাপলা হত্যা মামলার আসামী আদমকে না ধরে নিহতের বিক্রিত জমির নির্মাণ কাজ বন্ধ করে দিলেন পলাশবাড়ী থানা পুলিশ।
গতকাল রোববার (২৪ জানুয়ারী) এ নির্মাণ কাজ বন্ধ করে দিয়েছেন পুলিশ।
তথ্যনুসন্ধানে জানাযায়, গত বছরের ২৪ নভেম্বর উপজেলার মহদীপুর  ইউনিয়নের ঝালিঙ্গী গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে বড় ভাই আদম আলীর হাতে নির্মম ভাবে খুন হন ছোট ভাই শাপলা ( ৪৫)।
এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে আদম আলী কে প্রধান আসামী করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।  যাহার মামলা নং( ২০ তারিখ ২৪/১১/২০২০)। মামলাটির তদন্ত ভার গ্রহণ করে এস এই সঞ্জয় সাহা।
মামলাটি হওয়ার দুই মাস অতিবাহিত হলেও কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
উল্টো প্রধান আসামী আদম আলীর পক্ষ অবলম্বন করে নিহত শাপলার বিক্রি করা দুই শতাংশ জমির উপর স্থাপনা নির্মান কাজ বন্ধ করে দিয়েছেন পুলিশ।
শুধু তাই নয় নির্ভরযোগ্য একটি  সুত্রে জানাযায় পারিবারিক ভাবে হত্যা মামলা হওয়ায় তা সমঝোতা করার চেষ্টাও অব্যাহত রেখেছে থানা পুলিশ।
পুলিশের এই অমানবিক কর্মকান্ডে সচেতন মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে।
এ ব্যাপারে মতামত চাওয়া হলে মামলার তদন্ত কর্মকর্তা এস আই সঞ্জয় সাহা বিটিসি নিউজ এর প্রতিবেদককে বলেন, আসামী গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছি। 
থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদার রহমান মাসুদ এর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.