পলাশবাড়ী ঘোড়ার দৌড় প্রতিযোগিতায় নৌকার মনোনীত প্রার্থী ও সাবেক সাংসদ ডাঃ মোঃ ইউনুস আলি সরকার

 

গাইবান্ধা প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের বিঞ্চুপুর মাঠে গতকাল শুক্রবার ১১ জানুয়ারি জুম্মার নামাজের পর এক বিশাল ঐতিহাসিক ঘোড়ার দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

মহদীপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডলের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, স্থগিতকৃত গাইবান্ধা-৩ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও দশম সংসদের এমপি উন্নয়নের রুপকার ডাঃ মোঃ ইউনুস আলি সরকার।

তিনি বলেন, সকলকে  খেলা – ধুলায় মনোনিবেশ করতে হবে। খেলা ধুলার মাধ্যমে  সমাজের সকল প্রকার অন্যায় অত্যাচার দুর করতে হবে।  আমি পুনরায় নির্বাচিত হলে  পলাশবাড়ী – সাদুল্লাপুরের দুটি উপজেলায় ইস্টিডিয়াম ও ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে দেব। আপনারা আমাকে আর একবার সুযোগ দেন। আপনাদের সেবা করার জন্য।

এসময় আরোও বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মেজর ( অবঃ) মোঃ মফিজুল হক সরকার, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ সামিকুল ইসলাম  সরকার লিপন, সহ- সভাপতি সাইফুলার রহমান তোতা চৌধুরি, থানা অফিসার ইনচার্জ ( ওসি) হিফজুল আলম মুন্সি, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর আক্তার বানু শিফন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক নির্মল মিত্র, শ্রম বিষয়ক সম্পাদক রেজানুর রহমান ডিপটি, সহ- প্রচার সম্পাদক গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক লীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারন সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান শেখ ফরিদ প্রমুখ। শেষে বিজয়ীদের মধ্যে পুরুস্কার তুলে দেন প্রধান অতিথি ডাঃ মোঃ ইউনুস আলি সরকার। #

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।

 

Comments are closed, but trackbacks and pingbacks are open.