পলাশবাড়ীর হোসেনপুর ইউনিয়নকে মডেল ইউনিয়নে পরিণত করতে কাজ করছি : টিটু চেয়ারম্যান 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়ন কে মডেল ইউনিয়ন হিসাবে গড়ে তোলার জন্য সকল প্রকার প্রস্তুতি ইউনিয়ন পরিষদ হতে গ্রহন করা হয়েছে।
অসমাপ্ত কাজ সমাপ্ত করার জন্য আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ইউনিয়নবাসীর সমর্থন ও দোয়া কামনা করেন ইউপি চেয়ারম্যান তৌফিকুল ইসলাম মন্ডল টিটু।
আজ শুক্রবার উপজেলার হোসেনপুর ইউনিয়নের হাঁসবাড়ী দ্বি মুখী উচ্চ বিদ্যালয় মাঠে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল ম্যাচের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ কালে এসব কথা বলেন।
বন্ধু স্পোর্টিং ক্লাবের আয়োজনে প্রমিলা ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তৌফিকুল আমিন মন্ডল টিটু আরো বলেন,আমার সময়কালে পরিষদের কাজ করতে গিয়ে যদি কোন ভুলত্রুটি হয়ে থাকে তাহলে সকলে ক্ষমা সুন্দর দৃর্ষ্টিতে দেখে আগামী নির্বাচনে আবারো সমর্থন ও দোয়া করবেন।
এসময় আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের ইউপি সদস্যগণ, উপজেলা খেলোয়ার কল্যাণ সমিতির সভাপতি হামিদুল ইসলাম, কোচ সুরুজ হক লিটন,ইসলাম গনি মন্টু,শিক্ষক রফিকুল ইসলামসহ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
 রিফারী হিসাবে খেলা পরিচালনা করেন মাহফুজ সরকার পাপন,কাওসার হাসান ও আব্দুল আল মুহিত, ধারাভাস্য প্রদান করেন রফিকুল ইসলাম।
ফাইনাল খেলায় অংশ গ্রহন করেন হোসেনপুর ইউনিয়ন পরিষদ একাদশ বনাম আদিবাসি তরুন প্রজন্ম সংঘ স্পোটিং ক্লাব একাদশ। খেলায় হোসেনপুর একাদশ ৫-১ গোলে আদিবাসী তরুন প্রজন্ম স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.