পলাশবাড়ীতে সোনালীকা ডে বার্ষিক সার্ভিস মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি: সারাদেশের ন্যায় গাইবান্ধার পলাশবাড়ীতে এসিআই মোটরস লিমিটেডের সোনালীকা ডে বার্ষিক সার্ভিস উপলক্ষে আজ মঙ্গলবার দুপুরে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি ছিলেন, এসিআই মোটরস এর এ্যাসিষ্টেন প্রোডাক্ট ম্যানেজার সেলিম। প্রোডাক্ট এক্সকিউটিভ কামরুল হাসান, রংপুরের এড়িয়া ম্যানেজার দেহলবী রেজা, টেরিটোরি সার্ভিস ম্যানেজার নরেন্দ্র নাথ রায়, রিকভারি এড়িয়া হেড তোতা মিয়া, বিশিষ্ট ব্যাবসায়ী মুকুল মিয়া, ডিলার ওয়াহেদুজ্জামান এছারাও এসিআই এর মার্কেটিং অফিসার রিকভারি অফিসার ও সার্ভিস টেকনিশিয়ানগন উপস্থিত ছিলেন।
এসময় ফ্রি সার্ভিস, ফ্রি মেডিকেল চেকআপ বিনামুল্যে মেডিসিন বিতরন, বিভিন্ন রকম খেলা ধুলা, উন্নত মানের খাবার পরিবেশন ও বিভিন্ন প্রডাক্ট এর উপর কমিশন প্রদান করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.