পলাশবাড়ীতে মুজিববর্ষের ক্ষণগননা ও স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ র্যালী ও আলোচনা সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থমন্ত্রনালয় এর উদ্যোগে আজ শনিবার সকালে আনন্দ র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও মুজিববর্ষের ক্ষনগননার অংশ হিসেবে “সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে সকাল ১১ টায় উপজেলা পরিষদ থেকে এক বিশাল আনন্দ র্যালী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের নেতৃত্বে বের হয়ে পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগ অর্থমন্ত্রনালয় এর উদ্যোগে সারা বাংলাদেশের জেলা উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়নে কেন্দ্রীয় ভাবে পালন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার, উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মেরিনা আফরোজ, থানা অফিসার ইনচার্জ ( ওসি) মাসুদুর রহমান মাসুদ, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান, সহ- সভাপতি শহিদুল ইসলাম বাদশা, তোতা চৌধুরি, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, যুগ্ন- সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম,  উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুর রহমান, উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান আনোয়ারা বেগম, পুরুষ ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মাহাতাব, উপজেলা প্রাথমিক কর্মকর্তা ( ভারঃ) আব্দুস ছালাম প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.