পলাশবাড়ীতে মুক্তিযোদ্ধার পরিবারের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌরসভার বাসিন্দা মরহুম বীর মুক্তিযোদ্ধা আজিজার রহমানের স্ত্রী, ছেলে কন্যা, নাতি নাতনীসহ পরিবারের সদস্যদের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবীতে উপজেলার বীরমুক্তিযোদ্ধাগণ ও মুক্তিযোদ্ধার সন্তানদের অংশ গ্রহনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ আগষ্ট) দুপুরে স্থানীয় চৌমাথা মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়৷
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডারের আহবায়ক ওয়ারেছুর রহমান মন্টু, যুগ্ম আহবায়ক আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা কনক চন্দ্র সাহা সহ মুক্তিযোদ্ধা পরিবারের নির্যাতিত সদস্যগণ৷
উল্লেখ্য, গত ১৩ই জুলাই পলাশবাড়ী প্রেসক্লাবের সামনে তুফান ও রিফাত বাহিনী তার দলবল নিয়ে অর্তকিতভাবে বীরমুক্তিযোদ্ধা মরহুম আজিজার রহমানের বৃদ্ধা স্ত্রী সহ তার পরিবারের উপর হামলা করে৷ এ ঘটনায় ভুক্তভোগী মুক্তিযোদ্ধা পরিবারের পক্ষ থেকে পলাশবাড়ী থানায় মামলা করলেও দীর্ঘ  ১মাস অতিবাহিত হলেও এখনো পযর্ন্ত  সেই হামলাকারীদেরকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.