পলাশবাড়ীতে মানষিক ভারসাম্যহীণ ব‍্যক্তির জমি লিখে নেয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলন 

গাইবান্ধা প্রতিনিধি: মানষিক রোগে আক্রান্ত হইয়া পাগল আবুল কালাম আজাদ এর জমি প্রতারণা করে লিখে নেয়ার প্রতিবাদে এবং দলিল বাতিলের দাবী জানিয়ে তার বড় ভাই গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের চকবালা গ্রামের বাড়ীতে মৃত আজিতুল্লাহ কবিরাজের ছেলে ফজলুল হকের সংবাদ সম্মেলন।
১৪ এপ্রিল সকালে সংবাদ সম্মেলনে ফজলুল হক জানান, আমরা ৫ ভাই ৫ বোন। এর মাঝে সর্ব ছোটভাই আবুল কালাম আজাদ মানষিক ভারসাম্যহীণ পাগল। যেকারণে তার দুটি স্ত্রী তাকে ছেড়ে চলে যায়।
এর মধ্যে ছোট ভাই জালাল,আমিন ও মজিদ যোগ সাজস করে মানষিক ভারসাম্যহীণ পাগল আবুল কালাম আজাদের নামীয় এক একর ৭৯ শতক জমি গত ২১ মার্চ পলাশবাড়ী সাব-রেজিঃ অফিসে নিয়ে প্রতারণা করে লিখে নেয়। এবং ছোটভাই আবুল কালাম আজাদকে হত‍্যা করে লাশ গুমের কথা বলে বেড়ায়।
এখবর শোনার পর এবং জমি লিখে নেয়ার কথা জানার পর দলিলের নকল কপি উঠাইয়া তাদের জিজ্ঞাসা করলে আমাকে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। আমি আপনাদের মাধ্যমে দলিল বাতিলসহ পাগলের জমি ফিরে দিতে প্রশাসনসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.