পলাশবাড়ীতে মাদক সেবনে নিষেধ করায় মাদ্রাসার শিক্ষক কে কুপিয়ে জখম ও থানায় অভিযোগ দায়ের

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার পবনাপুর ইউনিয়নের পারবামুনিয়া হাফিজিয়া মাদ্রাসায় মাদক সেবনে নিষেধ করায় শিক্ষককে কুপিয়ে জখম। থানায় অভিযোগ দায়ের।
অভিযোগ সূত্রে জানা যায়,উপজেলার পবনাপুর ইউপির পারবামুনিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক নজরুল ইসলাম ও অত্র মাদ্রাসার ছাত্রদের সাথে মাদ্রাসা এলাকার হবিবর রহমান গংদের সাথে দীর্ঘ দিন যাবৎ মাদক ব্যবসা ও সেবনের বিষয় নিয়ে বিরোধ চলে আসছিল।
এরেই ধারাবাহিকতায় গতকাল সোমবার ২৫ ফেব্রুয়ারি দুপুরে প্রতিদিনের ন্যায় মাদ্রাসার দক্ষিন পাশ্বে পরিত্যক্ত ঘরে ইয়াবা সেবন করা কালে বাধা দেয়। এসময় হবিবর গংরা মাদ্রাসার প্রধান শিক্ষক সহ কয়েক জন ছাত্রকে বেদম মারডাং ও রক্তাক্ত জখম করে। আহতদের ডাকচিৎকারে স্থানীয়রা তাদের উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়। এ ঘটনায় মাদ্রাসা শিক্ষক নজরুল ইসলাম বাদী হয়ে ৫ জনকে অভিযুক্ত করে পলাশবাড়ী থানায় একটি এজাহার দায়ের করেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#
Comments are closed, but trackbacks and pingbacks are open.