পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে নকল সার বীজ রাখায় জরিমানা

গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ীতে ভ্রাম্যমান আদালতে নকল সার বীজ রাখায় জরিমানা করেছে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।
গতকাল সোমবার (১১ জানুয়ারী) সন্ধ্যায় উপজেলার ঢোলভাঙ্গা বাসস্ট্যান্ডে সার ব্যবসায়ী আনোয়ার ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠানের গুদাম ঘরে মজুদকৃত বিভিন্ন মোড়কে নকল সার, বীজ ও কীটনাশক ব্যবসায়ী রুবেলকে আটক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। পরে ভ্রাম্যমাণ আদালতে (সার বাস্তবায়ন আইন/২০০৬) অনুযায়ী ব্যবসায়ী-কে ২ লক্ষ টাকা জরিমানা করেন ও জব্দকৃত মালামাল আগুনে পুড়ে ফেলা হয়।
এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম বিটিসি নিউজ এর প্রতিবেদককে জানান, আনোয়ার ট্রেডার্স ব্যবসা প্রতিষ্ঠান দীর্ঘদিন যাবৎ প্রশাসনের চোঁখকে ফাঁকি দিয়ে এ ব্যবসা করে আসছিল।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.