পলাশবাড়ীতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প পরিদর্শনে জেলা প্রশাসক

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধা জেলা প্রশাসক মোঃ মতিন মিয়া পলাশবাড়ী থানা, হোসেনপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস, মেরীর হাট উচ্চ বিদ্যালয় ও মেরীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শন করেন।
আজ মঙ্গলবার (৫ নভেম্বর) সকাল ১১ টায় প্রথমে পলাশবাড়ী থানা তারপর হোসেনপুর ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন ভূমি অফিস  ও পরিষদের বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ মেরীরহাট উচ্চ বিদ্যালয়ে অংকের ক্লাশ করান। এরপর মেরীরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
এ সময় তিনি বিদ্যালয়টির  পতাকা বিবর্ণ হওয়ায় প্রধান শিক্ষককে জবাবদিহি করেন। এরপর জেলা প্রশাসক উপজেলা ভূমি অফিস পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ মেজবাউল হোসেন, উপজেলা সহকারি কমিশনার ( ভূমি) মেরিনা আফরোজ, হোসেনপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু, সংরক্ষিত মহিলা সদস্য শাপলা বেগম, ইউপি সদস্য পল্লব, মিজানুর রহমান, আব্দুল মান্নান, লোকমান, আইয়ুব।
এ সময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক  মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। মেরীরহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের উদ্দেশ্যেয় বলেন, মেয়েরা এগিয়ে গেছে। তারা এখন সরকারের বড় বড় কর্মকর্তা হয়েছেন।
জেলা প্রশাসক উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) মেরিনা আফরোজকে দেখিয়ে বলেন, আমাদের উপজেলা ভূমি কর্মকর্তাও কিন্তু নারী। তিনি ছাত্রীদের বলেন, আপনারা ভালো করে  লেখা পড়া করেন, তাহলে ভালো কর্মকর্তা হতে পারবেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.