পলাশবাড়ীতে বিনামূল্যেয় দুর্যোগ সহনীয় পাকা ঘরের উদ্ধোধন 

গাইবান্ধা প্রতিনিধি:  গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৩৯ টি হতদরিদ্র গূহহীন মানুষদের দুযোগ থেকে সুরক্ষা দিতে বর্তমান সরকার বিনামূল্যেয় দূর্যোগ সহনীয় পাকা ঘর তৈরি করে দিচ্ছেন।
তারই ধারাবাহিকতায় আজ রোববার ১৩ অক্টোবর সকালে আন্তর্জাতিক দুযোগ প্রশমন দিবস উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে সারা দেশে একযোগে ভিডিও কনফান্সের মাধ্যমে এসব দুযোগ সহনীয় ঘর উদ্ধোধন করেন।
এসব ঘর উদ্ধোধনের পর পলাশবাড়ীতেও উপজেলা চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরি বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেজবাউল হোসেন, সহকারী কমিশনার ( ভূমি) মেরিনা আফরোজ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার আব্দুর রহমানসহ এসব ঘরের চাবী বুঝে দেন ও উদ্ধোধন করেন।
জানা যায়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের অধীন দুস্থ,অসহায় ,ও গূহহীনদের জন্য দুর্যোগ সহনীয় গূহ নির্মাণ প্রকল্প যাদের জমি আছে ঘর নেই । যাদের ২ শতাংশ থেকে ১০ শতাংশ জমি আছে , সে সব গূহহীন প্রতি পরিবারকে ২ লাখ ৫৮ হাজার ৫ শ ৩২ টাকায় দুই রুম বিশিস্ট পাকা ঘর , বারান্দা ,পাকা লেট্রিন করে দেওয়া হচ্ছে।
উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল হোসেন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির সার্বিক তত্বাবধানে এসব পাকা বাড়ীর নির্মাণ কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে।
উপজেলার ১ টি পৌরসভা ও ৮ ইউনিয়নে এসব ঘর শোভা বর্ধন করছে।  ঘর পেয়ে  খুব উচ্ছাসিত ৩৯ টি পরিবার । তাদের বাঁধ ভাঙ্গা আনন্দ যেন থামছেই না।
তারা আবেগ আপ্লুত হয়ে জানান, আমরা পাকা ঘর পাব, কোন দিন কল্পনাই করি নাই। আমরা হতদরিদ্র অসহায় নগন্য মানুষ । প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দিকে দৃস্টি দেবেন এটা আমাদের কল্পনাই আসে নাই।
আল্লাহ যেন প্রধানমন্ত্রীকে ভালো রাখেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.