পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্মৃতি রক্ষায় সরকারকে জমি দান করলেন ড. মোঃ লতিফুর রহমান সরকার 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বঙ্গবন্ধুর স্মৃতিরক্ষায় সরকারকে প্রায় ১৫ লাখ টাকা দামের ২৬ শতাংশ জমি দান করেছেন পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের ড. মো. লতিফুর রহমান সরকার।
আজ সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেলে পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুজ্জামানের হাতে এই জমির দলিল হস্তান্তর করেন তিনি।
ড. মো. লতিফুর রহমান সরকার রংপুর-২২ আসনের ও (বর্তমান গাইবান্ধা-৩ আসন) সাবেক এমপি এবং মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান সরকারের ছেলে। মো. আজিজার রহমান সরকার ১৯৬২, ১৯৬৭ ও ১৯৭০ সালের নির্বাচনে এমপিএ নির্বাচিত হন। তিনি পলাশবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মো. আজিজার রহমান সরকার বালুরঘাট লিবারেশন ক্যাম্পের সাধারণ সম্পাদক ও মুক্তিযোদ্ধা ছিলেন।
বিষয়টি নিশ্চিত করে পলাশবাড়ীর ইউএনও মো. কামরুজ্জামান বলেন, ১৯৭০ সালের অক্টোবরে নির্বাচনী সফরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাবেক এমপিএ ও মুক্তিযোদ্ধা মো. আজিজার রহমান সরকারের বাড়ীতে এসেছিলেন। এসময় বঙ্গবন্ধু সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদের মাঠে কয়েক হাজার মানুষের সামনে বক্তব্য দিয়েছিলেন এবং বরিশাল ইউপি ভবন, দাতব্য চিকিৎসালয়, কমিউনিটি সেন্টার, রাসায়নিক সার ও কিটনাশকের গুদাম পরিদর্শন করেন। আর তাই ঐতিহাসিক এই জায়গাটিকে সংরক্ষণ করে জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলার দাবি জানিয়েছেন ওই ইউনিয়নের মানুষ। কিন্তু অজানাবশত এই জায়গাটি ৯টি পরিবারকে লিজ দেওয়া হয়। তাই এই লিজ বাতিল করে দান করা এই ২৬ শতাংশ জমি লীজ গ্রহিতাদের নতুন করে প্রদান করা হবে।
এ বিষয়ে ড. মো. লতিফুর রহমান সরকার বলেন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত সাবেক বরিশাল ইউনিয়ন পরিষদের ঐতিহাসিক জায়গাটি সংরক্ষণ করে স্বাস্থ্যসেবা বা জনহিতকর প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আমি প্রায় ১৫ লাখ টাকা দামের ২৬ শতাংশ জমি দান করেছি। আমি চাই, সুষ্ঠুভাবে এই প্রক্রিয়াটি সম্পন্ন হোক।
জমির দলিল হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান একে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, বরিশাল ইউপির সাবেক চেয়ারম্যান গোপাল চন্দ্র তালুকদার ও সৈয়দ মাহমুদুল হক, সমাজসেবক রফিকুল ইসলাম, সাবেক এমপি মো. আজিজার রহমান সরকারের ছেলে শফিকুল ইসলাম, মো. হাফিজুর রহমান সরকার, মো. সাজেদুর রহমান সরকার, উপজেলা বিআরডিপি’র সভাপতি আতোয়ার রহমান সরকার প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.