পলাশবাড়ীতে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে উপজেলা আওয়ামী লীগ ও মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
আজ বিকেলে স্থানীয় চৌমাথা মোড়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধান। বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, শহিদুল ইসলাম বাদশা, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম লিপন ও উপজেলা জাসদ সভাপতি নুরুজ্জামান প্রধান, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ সাবু, সাধারন সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, ফিরোজ কবির সুমনসহ আওয়ামী লীগ ও  অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অপরদিকে, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ পলাশবাড়ী উপজেলা শাখার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধুর ৪৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত মেজর মফিজুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সাবেক ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা মজিবর রহমান, মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম নওশা ও বাদশা মিয়া প্রমুখ।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.