পলাশবাড়ীতে নির্বাচন উপলক্ষ্যে আওয়ামী লীগের বর্ধিত সভা

গাইবান্ধা প্রতিনিধি: একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এক বর্ধিত সভা আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত্বরে অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবু বকর প্রধানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্যাপুর) আসনের এমপি ও সাদুল্যাপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি ডা. মো. ইউনুস আলী সরকার।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক এমপি আলহাজ¦ তোফাজ্জল হোসেন সরকার। আরও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ শামিকুল ইসলাম সরকার লিপন, সহ-সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সহ-সভাপতি মতলুবর রহমান নান্নু, শহিদুল ইসলাম সরকার বাদশা, আলী মোস্তফা রেজা গোলাপ, সাইফুলার রহমান চৌধুরী তোতা, যুগ্ম সাধারন সম্পাদক গোলাম সরোয়ার প্রধান বিল্পব, জাহাঙ্গীর আলম বাবু, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মন্ডল, মহিলা বিষয়ক সম্পাদক জান্নাতুন ফেরদৌসী, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রহমান, শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা কৃষকলীগ আহবায়ক আমিনুল ইসলাম পাপুল, উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি সাবিনা ইয়াসমিন ঝুনু, আওয়ামী লীগ নেতা মাহবুবর রহমান, আওয়ামী মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ সভাপতি শেখ সামসুজ্জোহা হিটু, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য সচিব আশরাফুল ইসলাম তিতাস, যুবলীগ নেতা আবু মুছা সুমন, তাতী লীগ নেতা শেখ তোতা, ছাত্রলীগ নেতা মোস্তাকিম সরকার বাবলা প্রমুখ।

সভা সঞ্চালনা করেন, উপজেলা শ্রমিক লীগ সাধারণ সম্পাদক মাহামুদুজ্জামান প্রান্ত।

সভায় উপজেলার ৯টি ইউনিয়নের আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।#

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।

Comments are closed, but trackbacks and pingbacks are open.