পলাশবাড়ীতে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার  পলাশবাড়ীতে উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা মঙ্গলবার ৫ মার্চ পলাশবাড়ী সরকারি কলেজ ভবন কক্ষ সমূহে অনুষ্ঠিত হয়েছে।

জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মাহবুবুর রহমানের সভাপতিত্বে প্রশিক্ষণ কর্মশালায় ভোট গ্রহনে বিভিন্ন বিধিনিষেধসহ দিক-নির্দেশনা মূলক প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবদুল মতিন। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ রাহাত গাওহারী,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার(ভূমি)মো.আরিফ হোসেন,উপজেলা নির্বাচন অফিসার শাহীনুর আলম প্রমুখ।

দিনব্যাপি কর্মশালায় উপজেলার ৬৪ ভোট কেন্দ্রের বিপরীতে প্রয়োজনীয় সংখ্যক প্রিসাইডিং ৬৮ জন এবং সহকারি প্রিসাইডিং অফিসার ৪’শ ৮০ জনসহ মোট ৫’শ ৪৮ জন কর্মকর্তা প্রশিক্ষণ কর্মশালায় অংশ নেন। দ্বিতীয় পর্যায় আগামীকাল বুধবার ৯’শ ৮০ জন পোলিং অফিসার প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ করবেন বলে জানা যায়।

উল্লেখ্য, ১৮ মার্চ এ উপজেলা পরিষদ নির্বাচন অনু্ষ্ঠিত হবে।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ।#

Comments are closed, but trackbacks and pingbacks are open.