পলাশবাড়ীতে আদর্শ পাট বীজ চাষী প্রশিক্ষণ কর্মশালা

গাইবান্ধা প্রতিনিধি: উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণের লক্ষ্যে গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় “আদর্শ পাটবীজ চাষী ” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়, পাট অধিদপ্তরের আয়োজনে আজ রোববার (২৪ নভেম্বর) সকাল থেকে দুপুর পর্যন্ত পলাশবাড়ী উপজেলা সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করা হয়।

উপজেলা পাট কর্মকর্তা খোকন সরেনের সভাপতিত্বে “সোনালী আঁশের সোনার দেশ জাতির পিতার বাংলাদেশ” এ প্রতিপাদ্যের ওপর কর্মশালায় বিভিন্ন দিক নির্দেশনামুলক বক্তব্য রাখেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ,গাইবান্ধা জেলা পাট অধিদপ্তরের মুর্খ্য পরিদর্শক মকবুল হোসেন সরকার, গাইবান্ধা জেলা পাট কর্মকর্তা মাজেদুল ইসলাম,পলাশবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা আজিজুল ইসলাম, পলাশবাড়ী উপজেলা সহকারী পাট কর্মকর্তা শামসুজ্জোহা প্রমুখ।

কর্মশালায় উপজেলার কিশোরগাড়ী, হোসেনপুর, বরিশাল ও মহদীপুর ইউনিয়ন ৪ টির ১০০ জন পাটচাষী অংশ নেন।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.