পলাশবাড়ীতে স্কুলের মাঠের মাঝ দিয়ে কাকরা ট্রাক্টর দিয়ে বালু পরিবহনের কারণে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে 

ফাইল ছবি
গাইবান্ধা প্রতিনিধি: পলাশবাড়ীর বান্নাকেরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়ের মাঠের মাঝ দিয়ে ট্রাক্টর দিয়ে বালু পরিবহনের কারণে রাস্তা ভেঙ্গে চলাচলের অযোগ্য হয়েছে।
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের বান্নাকেরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়টি একটি নির্বাচন কেন্দ্র। উক্ত স্কুলটির রাস্তা চলাচলের অনুপোযোগী হয়ে পড়েছে।
জানা যায়,উপজেলার হোসেনপুর ইউনিয়নের বান্নাকেরা সরকারি প্রাথমিক বিদ‍্যালয়টি ১৯৪২ সালে প্রতিষ্ঠিত। স্কুলটির বতর্মান ছাত্র-ছাত্রীর সংখ্যা ৯৬ জন। শিক্ষক সংখ্যা পদ ৫টি কর্মরত ৪ জন রয়েছেন। স্কুলটির পাঠদান বেশ ভালো।
সরেজমিনে স্কুলটিতে গিয়ে দেখা যায়,স্কুলের মাঠের ভিতর দিয়ে কাকরা ট্রাক্টর ব‍্যবহার করে করতোয়া নদী থেকে বালু নিয়ে বহন করার কারণে কোমলমতি শিশু শিক্ষার্থীদের প্রাণহানির আশংকা রয়েছে। এবং প্রতি নিয়ত বিদ‍্যালয়ের মাঠের মাঝ দিয়ে বালু বহন করায় রাস্তা ভেঙ্গে চুরে চলে চলে অযোগ্য হয়ে পড়েছে। স্কুলটি ভোট কেন্দ্র। সামনে নির্বাচন,রাস্তার বেহাল অবস্থার কারণে এখানে গাড়ী নিয়ে প্রশাসন কিংবা ভোটে নিয়োজিত সংশ্লিষ্টরা যাতায়াতে ব‍্যাপক অসুবিধার মধ্যে পড়বেন। বিধায় নির্বাচনের পূর্বে রাস্তাটি সংস্কার করা জরুরি হয়ে পড়েছে।
উক্ত স্কুলের প্রধান শিক্ষক ইমদাদুল হক বিটিসি নিউজকে জানান, স্কুলে যাতায়াত করতে শিক্ষার্থীসহ আমাদের খুবই অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। যেহেতু সামনে নির্বাচন। এখানে নির্বাচন কেন্দ্র। রাস্তাটি সংস্কার করার বিশেষ প্রয়োজন। আমি উপজেলা নির্বাহী অফিসার মহোদয়ের সু-দৃষ্টি কামনা করছি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.