গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে মাদকবিরোধী এক অভিযানে দুই মাদকসেবীর কারাদন্ডসহ জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। আজ বৃহস্পতিবার (৩০ জানুযারি) গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।
এসময় অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল ইয়াসা রহমান তাপাদার।
অভিযান কালে জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো.মোস্তফা জামান ও উপ-পরিদর্শক মামুনুর রশিদসহ পুলিশ টীম পৃথক ভাবে অভিযান দু’টি পরিচালনা করেন।
উপজেলার বরিশাল ইউনিয়নের রামপুর গ্রামের মৃত: জাফর আলীর ছেলে বাবলু মিয়া (৫৪) এবং একই ইউনিয়নের ছাউনিয়া গ্রামের মো.মন্টু মিয়ার ছেলে পলাশ মিয়াকে (৩৯) মাদক সেবনের অপরাধে আটক করা হয়।
পরে আটককৃতদের সহকারি কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো.আল-ইয়াসা রহমান তাপাদার এর ভ্রাম্যমান আদালতে হাজির করা হয়।
এসময় বিজ্ঞ বিচারক মাদকসেবি বাবলু মিয়া এবং পলাশ মিয়া উভয়ের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড ছাড়াও বাবলু মিয়ার ৫ হাজার টাকা এবং পলাশ এর ৫০ টাকা করে জরিমানা আদায়ের রায় ঘোষণা করেন।বিচারিক রায় শেষে তাদের গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরণ করা হয়।
Comments are closed, but trackbacks and pingbacks are open.