পলাশবাড়ীতে আমেরিকা প্রবাসী আবু জাহিদ নিউ এর মতবিনিময় সভা

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে নিউ লাইফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের টুকনিপাড়া গ্রামের আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ বলেন, জীবনের সফলতা আনতে বেশি অর্থের প্রয়োজন নেই। সামান্য অর্থ বিনিয়োগের মাধ্যমেই জীবনের সফলতা নিয়ে আসা সম্ভব।হতে পারেন একজন সফল উদ‍্যোক্তা। এ জন‍্য প্রয়োজন আন্তরিকতা ও একটু পরিশ্রম।
বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বরিশাল ইউনিয়নের আমলাগাছী উচ্চ বিদ‍্যালয় মাঠে হেলিকপ্টার যোগে এসে উদ‍্যোক্তা তৈরির কারিগর ইঞ্জিনিয়ার আবু জাহিদ নিউ মতবিনিময় সভায় উপরোক্ত কথা বলেন।
নিউ আরও বলেন,আপনি পরিবারের জন‍্য সঞ্চয় করুন এবং সেই সঞ্চয় আবার বিনিয়োগ করুন। এধারা অব‍্যাহত থাকলে আপনিই একদিন সফল উদ‍্যোক্তা হবেন। আপনাকে চাকরির পিছনে দৌড়াতে হবে না। চাকরিই আপনার পিছনে দৌড়াবে।
তিনি উদাহরণ টেনে বলেন, যে কেউ পারিবারিকভাবে তিন হাজার টাকা পুঁজি নিয়ে ৩০টি দেশীয় মুরগির বাচ্চা ঘরোয়া পদ্ধতিতে পালন করতে পারেন। বিভিন্ন প্লাষ্টিকের বালটি,তেলের টেংকি,গামলায় কিংবা পতিত জায়গায় বিভিন্ন সবজির চারা কিংবা পেঁপের গাছ রোপন করে পরিবারের চাহিদা মিটিয়ে উৎবিত্ত কিছু বিক্রি করেও কিছু টাকা আয় করতে পারেন। এছাড়াও বাড়ীর ছাদে টবে ছিকাতেও এসব চারা লাগানো যায়। এভাবে লাউ -কুমড়া,আদা-রসুন, পিঁয়াজ-মরিচসহ বিভিন্ন চারা রোপন করলে আপনার বসতবাড়ীই হয়ে উঠবে সবুজ বাগান। কিছু দিন পরে দেখবেন মুরগি ডিম দিচ্ছে,পেঁপের গাছে পেঁপে ঝুঁলছে,মরিচ গাছে মরিচ ধরেছে,আদা-রসুন তোলার উপক্রম হয়েছে। বাড়ীর পাশে ছোট গর্ত করে সেখানেও মাছ চাষ করতে পারেন। এমনটি করলে রান্নার জন‍্য তেল ও লবন ছাড়া আর কিছু ক্রয় করতে হবে না।এছাড়াও কেউ ২০টি মুরগি পালন করলে প্রতিদিন ২০টা করে ডিম দেবে। প্রতিটি ডিমের মূল্য ১০ টাকা হিসেবে ২শ টাকা এবং মাসে ৬ হাজার টাকা আয় হবে। এভাবে চলতে থাকলে আপনি হয়ে উঠবেন একজন সফল উদ‍্যোক্তা।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.