পলাশবাড়ীতে আন্তর্জাতিক যুব দিবস পালন ও যুব ঋণ বিতরণ 

গাইবান্ধা প্রতিনিধি: ‘প্রযুক্তি নির্ভর যুব শক্তি -বহুপাক্ষিক অংশীদারীত্বে অগ্রগতি” এ প্রতিপাদ্য বিষয় নিয়ে রংপুর বিভাগের গাইবান্ধা জেলার পলাশবাড়ী হাইওয়ে উপজেলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে আলোচনা সভা ও যুব ঋণ বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজনে মঙ্গলবার (১২ আগষ্ট) সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা (অ.দা.) আব্দুল ওয়াহাব এর সভাপতিত্বে বক্তব্য রাখেন,উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম,থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত চন্দ্র প্রামানিক, উপজেলা প্রাণী সম্পদ ভেটেরিনারি সার্জন ডা. হেমায়েত রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জিল্লুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি সাখোয়াত হোসেন, প্রেসক্লাব সভাপতি শাহ আলম সরকার, রিপোটার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম শেখ, মডেল প্রেসক্লাব সভাপতি রবিউল হোসেন পাতা, বাংলাদেশ প্রেসক্লাব পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল কবির।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা সহকারী যুব উন্নয়ন  কর্মকর্তা বিদ‍্যুৎ কুমার বিশ্বাস। এসময় ৮ জন বেকার যুব ও যুবাদের মাঝে ৭ লাখ টাকার ঋণ চেক বিতরণ করা হয়।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.