পলাশবাড়ীকে ভূমিহীন ও গূহহীন মুক্ত ঘোষণা প্রশাসনের 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গূহহীন মুক্ত ঘোষণা দিয়েছেন উপজেলা প্রশাসন। সোমবার (৭ আগষ্ট) সকালে উপজেলা নির্বাহী অফিসারের রুমে সংবাদ সম্মেলন করে এ ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান বিস্তারিত তথ‍্য তুলে ধরে বক্তব্য রাখেন।
তিনি বলেন,মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর আশ্রায়ণ প্রকল্পের আওতায় পলাশবাড়ী উপজেলাকে ভূমিহীন ও গূহহীন মুক্ত করার লক্ষ্যে আমাদের চেষ্টা থাকবে নিরন্ন -অসহায় মানুষের পাশে থাকার।
মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি একজনও ভূমিহীন ও গূহহীন থাকবে না। এ উপজেলায় আশ্রায়ণ-২ প্রকল্পের চতুর্থ পর্যায়ে (১ম ধাপ) ২৬৫টি ঘরের মধ্যে ৮৫টি ভূমিহীন ও গূহহীন পরিবারকে জমিসহ ঘর হস্তান্তর করা হয়।
দ্বিতীয় ধাপে অবশিষ্ট ১৮০টি পাকাঘর আনুষ্ঠানিকভাবে আগামী ৯ আগষ্ট মাননীয়  প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবন থেকে দেশব‍্যাপী ভূমিহীন ও গূহহীনদের মাঝে গূহ ও জমি হস্তান্তর করবেন।
উল্লেখ্যঃ উপজেলায় প্রথম ধাপে ৬০টি,দ্বিতীয় ৪০টি,তৃতীয় ১৮৫টি এবং চতুর্থ ধাপে ২৬৫টি পরিবারকে পুনবাসনে এ রিপোর্ট লেখা পযর্ন্ত ভূমিহীন ও গূহহীনদের মাঝে মোট ৫৫০টি ঘর হস্তান্তর সম্পন্ন করা হলো।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মো: শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.