পরিসংখ্যান দ্বিতীয় ব্যাচের দেশ ভ্রমণ শুরু

হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান দ্বিতীয় ব্যাচ DCOSPA’ian-16 এর দেশ ভ্রমণের উদ্দেশ্যে যাত্রা শুরু। আজ রবিবার দুপুর তিনটায় ” পঞ্চগড় এক্সপ্রেসে ” ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু পরিসংখ্যান দ্বিতীয় ব্যাচ।
দেশে ভ্রমণে পরিসংখ্যান দ্বিতীয় ব্যাচের শিক্ষার্থীদের সাথে যাচ্ছেন পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এরফান আলী খন্দোকার, সহকারী অধ্যাপক এ.এস.এম আবু সাঈদ ও সহকারী অধ্যাপক মোছা: দিলারা পারভীন এছাড়া কর্মচারীর মধ্যে রয়েছেন মোঃ ফিরোজ আহমেদ ও মোঃ আলমগীর হোসেন।
দেশ ভ্রমণের বিষয়ে জানতে চাইলে পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ এরফান আলী খন্দোকার বলেন, ” আমরা দুপুরে কোনো বিচ্ছিন্ন ঘটনা ছাড়াই ১৫ দিনের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি। আশা করছি আমি আমার সহকর্মী ও শিক্ষার্থীদের সহায়তায় ভালোভাবে দেশ ভ্রমণ শেষ করতে পারবো। আমি সকলের কাছে দোয়া কামনা করছি “।
উল্লেখ্য, সিলেটের শ্রীমঙ্গল দিয়ে শুরু হবে DCOSPA’ian-16 এর ভ্রমণ। এরপর পর্যায়ক্রমে সিলেট, খাগড়াছড়ি, রাঙ্গামাটি বান্দরবন, কক্সবাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পরিদর্শন করবে ভ্রমণপিপাষু শিক্ষার্থীরা।
২৮ই ডিসেম্বর সেন্টমার্টিন ভ্রমণের মধ্য দিয়ে শেষ হবে দেশ ভ্রমণ DCOSPA’ian-16 এর দেশ ভ্রমণ। ভ্রমণ গাইড হিসাবে সার্বিক সহায়তায় করছে কোরাল পেনিনছুলা। দেশ ভ্রমণ শেষে ২৯ই ডিসেম্বর হাবিপ্রবিতে ফেরার কথা রয়েছে শিক্ষার্থীদের।

সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর হাবিপ্রবি (দিনাজপুর) প্রতিনিধি মোঃ মিরাজুল আল মিশকাত। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.