পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনায় বক্তারা: পরিবেশ রক্ষার্থে সচেতনতা বাড়াতে আরও বেশি বেশি কার্যক্রম পরিচালনা করতে হবে

চট্টগ্রাম ব্যুরো: পরিবেশ ও সামাজিক সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ ও ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে গতকাল ২৯ জুন শনিবার বিকাল চারটায় এ্যাড ভিশন বাংলাদেশ চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি সাজেদুল আলম চৌধুরী মিল্টনের সভাপতিত্বে বড়পুল হালিশহর সায়মা আবুল স্কয়ার অডিটোরিয়ামে পরিবেশ ও জলবায়ু বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আব্দুল আাজিজ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের উপদেষ্ঠা ক্যাপ্টেন মুহসিন আলম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আব্দুল আজিজ বলেন, সচ্ছ দূষণমুক্ত পরিবেশের একমাত্র কাজ করে যাচ্ছে এ্যাড ভিশন বাংলাদেশ ও ন্যাশনাল এনভায়রণমেন্ট এন্ড হিউম্যান রাইটস ফাউন্ডেশন।
তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দিক নিদেশনা বাস্তবায়ন করতে হবে যথাযথভাবে। বৃক্ষ ও পাহাড় কাটা, নদী দূষণ এবং বিষাক্ত গ্যাস ধোঁয়া, ক্ষতিকর পলিথিন ও প্লাস্টিক উৎপাদন ব্যবহার বন্ধ করতে হবে। রাস্তার দুই পাশে বেশি বেশি ছায়াযুক্ত গাছের চারা লাগাতে হবে। সকলকে সরকারের পক্ষ হতে পরিবেশ রক্ষার্থে সচেতনতা বাড়াতে আরও বেশি কার্যক্রম পরিচালনা করতে হবে।
অনুষ্ঠানে হাফেজ ক্বারী মাওলানা মো: ইব্রাহিম খলিলের কুরান তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে পরিবেশ উন্নয়ন সংস্থা এ্যাড ভিশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা পরিচালক সংগীত শিল্পী মাসুদ রানা স্বাগত বক্তব্য রাখেন। আরও বক্তব্য রাখেন এনইএইচআরএফ এর কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো: আব্দুল মান্নান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার মো: আশরাফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর সড়ক পরিবহন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো কালিম শেখ।
অন্যান্যাদের মধ্যে বক্তব্য রাখেন মো: ইউসুফ, সাবরিনা আফরোজ, নূর আক্তার বেগম নূরা, সাংবাদিক স. ম. জিয়াউর রহমান, মো: সালাহ উদ্দিন আহমেদ বাবু, জয়ন্তু দে, মো: জামাল, মশিউর রহমান মিঠু প্রমুখ।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর চট্টগ্রাম ব্যুরো প্রধান স. . জিয়াউর রহমান। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.