পরিচালকের অনুরোধে খোলামেলা দৃশ্যে অভিনেত্রী, এরপর যা হলো
বিটিসি বিনোদন ডেস্ক: সময়টা ১৯৮৫ সাল, মুক্তি পায় ‘রাম তেরি গঙ্গা ময়েলি’ ছবি। এই সিনেমার মাধ্যমেই বলিউডে ইন্ডাস্ট্রিতে হইচই ফেলেছিলেন মন্দাকিনী। ধূসর চোখ, দুধসাদা গায়ের রং আর নিখুঁত অভিনয় দক্ষতা রাতারাতি সিনেমাপ্রেমীদের স্বপ্নের নায়িকা হয়ে ওঠেন।
সিনেমার পর্দায় সাহসী দৃশ্যে তার উজ্জ্বল উপস্থিত দর্শক হৃদয়ে ঝড় তুলেছিল।
এ সিনেমায় ঝরনায় ভেজা শাড়ি পরে অভিনয় এবং সন্তানকে স্তন্যদান করার দৃশ্য অভিনয় নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক।
ছবির শুটিংয়ের আগে রাজ কাপুর অভিনেত্রী মন্দাকিনীকে জানিয়ে দিয়েছিলেন, এ সিনেমার গঙ্গা চরিত্রটির কিছু দৃশ্য দর্শকদের মনে দাগ কাটবে।
শৈশব থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছা ছিল মন্দাকিনীর। ছেলেবেলার স্বপ্ন নিয়ে মুম্বাইয়ে এসে চেষ্টাও করছিলেন। ঠিক সেই সময় রাজ কাপুরের নজরে পড়েন তিনি। তখন ছেলে রাজীব কাপুরকে মাথায় রেখে একটা প্রেমের গল্প লিখছিলেন রাজ। সিনেমার জন্য নতুন মুখ খুঁজছিলেন বলিউডের কিংবদন্তি এই পরিচালক। অডিশনে জাসমিন জোসেফকে পছন্দ হয় রাজ কাপুরের। রাজ কাপুর জাসমিনের নাম বদলে রাখেন মন্দাকিনী।
প্রথম দিন শুটিংয়েই মন্দাকিনীকে রাজ কাপুর জানিয়ে দিয়েছিলেন, এই ছবিতে বেশ কিছু সাহসী দৃশ্যে অভিনয় করতে হবে তাকে। যার মধ্যে ছিল ঝরনায় স্নানের দৃশ্য।
মন্দাকিনী সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন, পাতলা শাড়ি পরে ঝরনার দৃশ্যের থেকেও কঠিন ছিল এই ছবির আরেকটি দৃশ্য। যার কথা মনে পড়লে আজও কেঁপে ওঠেন অভিনেত্রী।
এই ছবিতে একটি দৃশ্য রয়েছে, ট্রেনে বসে সন্তানকে বুকের দুধ খাওয়াচ্ছেন গঙ্গা ওরফে মন্দাকিনী। ওই দৃশ্যে স্পষ্ট ধরা হয়েছিল মন্দাকিনীর স্তন। সেই সময় ওই দৃশ্য তুমুল বিতর্কের জন্ম দিয়েছিল।
এ সিনেমার গল্প প্রসঙ্গে মন্দাকিনী বলেন, পুরো দৃশ্যটা প্রথমে একেবারে রিয়েল ভাবেই শুট করতে চেয়েছিলেন রাজ কাপুর। কিন্তু আমার একটু অস্বস্তি ছিল। তাই ক্যামেরার কারসাজি ও প্রযুক্তি ব্যবহার করেই সেই রাতে শুট হয়।
জাসমিন জোসেফ থেকে ‘মন্দাকিনী’ হয়ে ওঠা এই অভিনেত্রী বলেন, আজকের সময়ে এই দৃশ্য অভিনয় করা নায়িকাদের কাছে জলভাত। কিন্তু আটের দশকে এই সাহস খুব কম নায়িকাই দেখিয়েছিলেন।
সাক্ষাৎকারে মন্দাকিনী আরও বলেন, পাতলা শাড়ি পরে ঝরনায় স্নানের দৃশ্য নয়, সবচেয়ে কঠিন ছিল সন্তানের স্তন্যদান দৃশ্যটি। #
Comments are closed, but trackbacks and pingbacks are open.