পরাজয়ের পর সুখবর পেল নিউজিল্যান্ড

বিটিসি স্পোর্টস ডেস্ক: প্রথম ম্যাচেই নাকানিচুবানি খেয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। অভিষিক্ত তরুণদের নিয়ে গড়া দল বাংলাদেশের কাছে পাত্তাই পেল না। সাকিব, নাসুম ও মোস্তাফিজের বল বুঝতেই পারেননি কিউইরা।  ৩০ বল বাকি থাকতে ৭ উইকেটে লজ্জার হার হেরেছেন তারা। 
এমন পরাজয়ের পর সুখবর ভেসে এলো নিউজিল্যান্ড শিবিরে। করোনামুক্ত হয়েছেন দলের অন্যতম সেরা ওপেনার ফিন অ্যালেন। দ্বিতীয় ম্যাচে তার মাঠে নামার সম্ভাবনা রয়েছে। সে হিসাবে নিউজিল্যান্ডের ব্যাটিং শক্তি বাড়ল।
নিউজিল্যান্ড দলের হেড কোচ গ্লেন পোকন্যাল বলেছেন,  ‘দুটি করোনা পরীক্ষায় এলেন নেগেটিভ হয়েছে। এটি আমাদের জন্য সুখবর। সে আমাদের দলের গুরুত্বপূর্ণ সদস্য। তাকে পাওয়া মানে দলের শক্তি বাড়ল। অবশ্য আরও কিছু পরীক্ষা হয়তো তাকে দিতে হবে, তার পর দেখা যাবে। আশা করছি সে দ্রুতই একাদশে ফিরতে পারবে।’
গত ২০ আগস্ট মূল দলের চার দিন আগেই ঢাকায় চলে এসেছিলেন ফিন অ্যালেন। ২৪ আগস্ট খবর আসে, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন তিনি। যে কারণে প্রথম ম্যাচ খেলা হয়নি তার। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.