পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ জাপানি রাষ্ট্রদূতের

বিশেষ প্রতিনিধি: তিন বছর দুই মাস দায়িত্ব পালনের পর আগামী সপ্তাহে বাংলাদেশ ছেড়ে যাচ্ছেন জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি। মঙ্গলবার (৬ ডিসেম্বর) পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন তিনি।
পরে সাংবাদিকদের রাষ্ট্রদূত বলেন, আমি আশা করি বৈশ্বিক সংকট কেটে যাওয়ার পরে উচ্চ প্রবৃদ্ধি অর্জন করবে বাংলাদেশ। দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির জন্য আড়াইহাজার বিশেষ অর্থনৈতিক অঞ্চল বিশেষ ভূমিকা রাখবে।
উল্লেখ্য, মঙ্গলবার (৬ ডিসেম্বর) সকালে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারে বাংলাদেশ স্পেশাল ইকোনমিক জোনে (বিএসইজেড) স্থাপিত জাপানিজ অর্থনৈতিক অঞ্চলের আনুষ্ঠানিক কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবন থেকে ভার্চুয়ালি এই অর্থনৈতিক অঞ্চল উদ্বোধনকালে বাংলাদেশকে বিনিয়োগের জন্য বিশ্বের সবচেয়ে আদর্শ স্থান হিসেবে বর্ণনা করে তিনি পারস্পরিক সুবিধার্থে বৃহত্তর বিদেশি ও স্থানীয় বিনিয়োগের আহ্বান জানিয়েছেন।
এদিকে ইতো নাওকি জানান, অবকাঠামোখাতে উন্নয়ন সহযোগিতা অব্যাহত থাকার পাশাপাশি বাংলাদেশে মানবসম্পদ উন্নয়নেও জাপান কাজ করবে। পররাষ্ট্রমন্ত্রী সঙ্গে রাজনীতি নিয়ে কোনও আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান এরকম কোনও আলোচনা হয়নি।
দায়িত্ব পালনকালে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় ইতো নাওকিকে বঙ্গবন্ধু উৎকর্ষ পদক দিয়ে সম্মান জানায়।
তবে সম্প্রতি তার এক বক্তব্য বাংলাদেশে সমালোচনার জন্ম দেয়। গত ১৪ নভেম্বর রাজধানীর গুলশানে একটি হোটেলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) এবং ফ্রেডরিক অ্যাবার্ট-স্টিফটুং (এফইএস) আয়োজিত মিট দ্য অ্যাম্বাসেডর অনুষ্ঠানে রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আমি শুনেছি, (গত জাতীয় নির্বাচনে) পুলিশের কর্মকর্তারা আগের রাতে ব্যালট বাক্স ভর্তি করেছেন। আমি অন্য কোনও দেশে এমন দৃষ্টান্তের কথা শুনিনি।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর বিশেষ প্রতিনিধি মো: লোকমান হোসেন পলা। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.