পবিত্র কুরআন অক্ষত : পলাশবাড়ীতে অগ্নিকাণ্ডে ৭ লাখ টাকার ক্ষতি 

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার পলাশবাড়ীতে বৈদ‍্যুতিক শর্টসার্কিটের আগুনে গরুসহ বসতবাড়ী পুড়ে ছাই। শুধু অক্ষত রয়েছে পবিত্র কোরআন। উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়া পাড়ার মিজানুর রহমানের বসতবাড়ীতে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে ভয়াবহ অগ্নিকান্ডে ৩টি গরু জীবন্ত দগ্ধ হয়ে করুণ মৃত্যু ঘটেছে।
এসময় ঘরে রাখা নগদ ২৬ হাজার টাকা-ধান-চাল,আসবাবপত্র ও মূল্যবান কাগজসহ সর্বস্ব পুড়ে ছাই হয়েছে।
এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতিসাধন হয়েছে। পরিবারটি এখন  খোলা আকাশের নিচে বসবাস করছে। হোসেনপুর  ইউপি চেয়ারম্যান তৌফিকুল আমিন মন্ডল টিটু প্রাথমিক ভাবে নগদ ৫ হাজার টাকা ছাড়াসহ ২ বস্তা চাল সহায়তা প্রদান করেছেন।
এদিকে উপজেলা নির্বাহী অফিসার মো.কামরুজ্জামান নয়ন মুঠোফোনে বিটিসি নিউজকে জানান,পরিবারটিকে প্রাথমিক ভাবে সম্ভাব্য সবধরনের সহায়তা প্রদানসহ সার্বিক দেখভাল করার দায়ীত্বের বিষয়টি তিনি ইউপি চেয়ারম্যানের ওপর ন্যাস্ত করেছেন।
সংবাদ প্রেরক বিটিসি নিউজ এর গাইবান্ধা প্রতিনিধি মোঃ শাহরিয়ার কবির আকন্দ। #

Comments are closed, but trackbacks and pingbacks are open.